ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপ্রীম কোর্টের রায়ের পর রাজ্যে (SSC Protest) চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ চলছে। যদিও সরকার এখনও তাদের বরখাস্তের চিঠি দেয়নি, তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ‘যোগ্য’দের পাশে আছেন। এর পরও, চাকরিহারাদের আন্দোলন রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারের পর বুধবারও আন্দোলন তীব্র হয়ে উঠেছে।
কসবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ (SSC Protest)
বুধবার সকালে, চাকরিহারাদের একটি অংশ কসবার ডিআই অফিসের (SSC Protest) সামনে জড়ো হন। পুলিশ আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখে, ফলে তারা অফিসের ভেতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে চাকরিহারারা তালা ভেঙে অফিসে ঢুকে পড়েন। তাদের দাবি ছিল, স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করতে হবে এবং তাঁকে স্মারকলিপি দিতে হবে। কিন্তু অফিসে ডিআই উপস্থিত না থাকায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠি চালায় এবং কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
ডিআই অফিসের গেটে তালা (SSC Protest)
কলকাতা ছাড়াও হুগলি ও মালদহের বিভিন্ন স্থানে চাকরিহারারা বিক্ষোভে (SSC Protest) অংশ নেন। হুগলি স্টেশন থেকে মিছিল করে তারা ডিআই অফিসের দিকে যান। তাদের দাবি, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে এবং চাকরি পুনরুদ্ধার করতে হবে। হুগলি মোড়ে গিয়ে তারা রাস্তা অবরোধ করেন এবং ডিআই অফিসের গেটে তালা মারেন।
চাকরিহারাদের আন্দোলনে পুলিশি বাধা
মালদহের ইংরেজবাজারে চাকরিহারাদের আন্দোলনে পুলিশি বাধা দেখা যায়। দুপুরে, অতুল মার্কেট সংলগ্ন ডিআই অফিস ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একই অবস্থা ছিল বালুরঘাটেও, যেখানে চাকরিহারারা রঘুনাথপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশি ব্যারিকেডে বাধা পেয়ে তারা ডিআই অফিসে প্রবেশ করে এবং সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন: Satabdi Roy: বীরভূমে তৃণমূলের মিছিলেই সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান!
চাকরিহারা শিক্ষকদের দাবি
চাকরিহারা শিক্ষকদের দাবি, তাদের সরকারি চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। পূর্ব মেদিনীপুরের তমলুকেও একই চিত্র দেখা যায়, যেখানে চাকরিহারারা ডিআই অফিসের সামনে তালা ঝুলিয়ে রাস্তার ওপর বিক্ষোভ দেখান।