ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার দিল্লির যন্ত্ররমন্তরে দিনভর অবস্থান বিক্ষোভ (SSC Teachers Protest) করেন চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। চাকরি বাতিলের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে একদিনের অবস্থান বিক্ষোভের পর কলকাতার পথে ফিরছেন তাঁরা। বুধবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দফতরে স্মারকলিপি দিলেন যোগ্য চাকরিহারারা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৭০ জন যোগ্য চাকরিহারা এই অবস্থানে অংশগ্রহণ করেছেন।
আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি (SSC Teachers Protest)
বুধবার চাকরিহারাদের অবস্থানকে সংহতি জানাতে সেখানে গিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। এছাড়াও ছিলেন ওই দুই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। যোগ্য চাকরিহারাদের দাবি, তাঁরা প্রথম থেকেই যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করার দাবি জানিয়ে আসছেন (SSC Teachers Protest)। যোগ্য চাকরিহারাদের দাবি, যোগ্যদের চাকরি যাওয়ার দায়িত্ব সরকারের। জানা যাচ্ছে অধ্যাপক-পড়ুয়াদের সংহতি পেলেও আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন যোগ্য চাকরিহারারা।
কলকাতা থেকে দিল্লিতে অবস্থান (SSC Teachers Protest)
এসএসসিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্ট প্রথমে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। তাতে এক ধাক্কায় চাকরি করে চলে গিয়েছিল প্রায় ২৬ হাজার জনের (SSC Teachers Protest)। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখে। তারই প্রতিবাদে যোগ্যরা কলকাতা থেকে দিল্লিতে অবস্থান করেছিলেন।
‘ক্লারিফিকেশন পিটিশন’
মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ‘ক্লারিফিকেশন পিটিশন’ করা হয়েছে সুপ্রিমকোর্টে। তার শুনানি আজ বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সেই দিকে তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। কারণ এর উপরেই নির্ভর করবে তাঁরা চলতি মাসের বেতন পাবেন কিনা।আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্যদের এভাবে চাকরি থেকে বাদ দেওয়া যায় না। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে তাঁরা দায়ী করেছেন।
আরও পড়ুন: SSC Scam: যন্তরমন্তরে চাকরি হারানো শিক্ষকদের অবস্থান বিক্ষোভ, বঞ্চনার বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ!
‘তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হোক’
আন্দোলনকারী এক শিক্ষক বলেন, ‘যোগ্য অযোগ্যদের তালিকা যাতে আলাদা করা হয় তার জন্য আমরা বারংবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি। আমরা চাইছি এই সম্পূর্ণ তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হোক।’ তাঁদের বক্তব্য, রিভিউ পিটিশনে যদি সঠিক তথ্য তুলে ধরা যায় তাহলে যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি পুনরায় বহাল থাকতে পারে।
‘পশ্চিমবঙ্গ সরকারকেই দায়ী করেছেন’
আন্দোলনকারী মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, ‘‘যে সমস্ত শিক্ষানুরাগী আমাদের মঞ্চে এসেছিলেন, তাঁদের সকলেই একমত, যোগ্যদের এ ভাবে বাদ দেওয়া যায় না। আর এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই দায়ী করেছেন তাঁরা।’’ তিনি জানান, বুধবার রাত ১১টা নাগাদ ফের বাস ছেড়েছে কলকাতার উদ্দেশ্যে।