ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের (SSC Teachers Protest) পরে সরকারের উপরে ‘ভরসা’ রাখছেন চাকরিহারা শিক্ষকরা। তবে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ্যে না-আসা পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত হতে পারছেন না তাঁরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ১১ এপ্রিল বৈঠক করেন চাকরিহারা শিক্ষকরা। তবে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ্যে না-আসা পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত হতে পারছেন না তাঁরা। তাই অবস্থানের রাস্তা থেকে এখনই সরছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ-অবস্থান তুলে নিলেও শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন তাঁরা।
দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভ (SSC Teachers Protest)
শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন তাঁরা (SSC Teachers Protest)। তাঁদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মনে কিছুটা আশা জাগলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এই আবহে চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং ২০১৬ সালের পরীক্ষায় বসা ২২ লাখ চাকরিপ্রার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ প্রতিবাদ প্রত্যাহার করবেন না তাঁরা। এরই সঙ্গে ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভে বসবেন ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা।
‘সত্যি তাঁদের আন্দোলনে থাকা উচিত’ (SSC Teachers Protest)
বৈঠকের পরে ব্রাত্য বসু বলেন, ‘যোগ্য ও অযোগ্যর তালিকা আমাদের কাছে আছে। এসএসসি তিনবার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে। সেই তালিকা ওয়েবসাইটে দেওয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। কোনও অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞাসা করেছি। এসএসসিরও কোনও অসুবিধা নেই। যোগ্য অযোগ্য়র যে তালিকা আছে সেটা তারা তুলে দিতে পারেন। সেখানে সমস্যা নেই।’ তিনি আরও বলেন, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা যদি রাখতে না পারি তবে সত্যি তাঁদের আন্দোলনে থাকা উচিত (SSC Teachers Protest)। তবে তাঁদের আবেদন করব যে দাবিগুলি আপনারা রেখেছেন সেটা আইনি পরামর্শ নিয়ে আমরা রাখার চেষ্টা করব।’
চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য
শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের বৈঠকের পরে জানা গিয়েছে, ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে। তবে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা সম্ভব নয়, তা থেকে থাকলে সিবিআই পেত। সিবিআই যে সমস্ত ওএমআর শিট পেয়েছে তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং ২০১৬ সালের পরীক্ষায় বসা ২২ লাখ চাকরিপ্রার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ প্রতিবাদ প্রত্যাহার করবেন না তাঁরা।