ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পবিত্র তীর্থস্থান হরিদ্বারের (Stampede in Haridwar) মনসাদেবী মন্দিরে রবিবার সকালে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ভক্তিতে ভরপুর সকালের শুরুই ম্লান হয়ে গেল প্রাণহানির ঘটনায়। ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু।
রবিবার সকালে মন্দিরে পুজো দিতে বহু পুণ্যার্থীর ভিড় (Stampede in Haridwar)
জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরে পুজো দিতে বহু পুণ্যার্থী (Stampede in Haridwar) ভিড় করেছিলেন। পাহাড়ের কোলে অবস্থিত এই জনপ্রিয় মন্দিরে পৌঁছতে হয় সিঁড়ি বেয়ে। ঠিক সেই সিঁড়িতেই আচমকা হুড়োহুড়ি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড় সামলাতে না পেরে একের পর এক মানুষ পড়ে যেতে থাকেন। কেউ আবার অন্যদের উপরে দিয়েই মন্দিরে পৌঁছানোর চেষ্টা করেন। মুহূর্তেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে খবর… (Stampede in Haridwar)
এ ঘটনায় গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে দ্রুত ঘটনাস্থলে (Stampede in Haridwar) পৌঁছন। তিনি জানান, উদ্ধারের কাজে যেন কোনও বিলম্ব না হয়, সে জন্য সমস্ত বিভাগকে সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্স একের পর এক এসে পৌঁছচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঘটনায় গভীর শোকপ্রকাশ
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি জানিয়েছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।” মুখ্যমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব রকম সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: Sunday Horoscope: রবিবারে ভাগ্য খুলবে কাদের?
প্রশাসন সূত্রে খবর, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, হরিদ্বারের মনসাদেবী মন্দির উত্তর ভারতের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে পুজো দিতে আসেন। কিন্তু এবারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলল জনসমাগমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।