ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মক ড্রিল হওয়ার কথা ছিল ভারতে। মক ড্রিল হওয়ার আগেই মাঝরাতে যখন সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন নটা জঙ্গি ঘাঁটি নিকেশ করে দিল ভারতীয় সেনা (Operation Sindoor)। ভারত আবারও প্রমাণ করে দিল, ভারত কখনই জঙ্গি কিংবা সন্ত্রাসবাদীদের ছেড়ে দেয় না।
পহেলগাঁওতে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, যেভাবে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে, তা অত্যন্ত ঘৃণ্য ঘটনা। আর সেই সন্ত্রাসের জবাবে এবার ভারতের জবাব অপারেশন সিঁদুর (Operation Sindoor)। ৭ মে রাত তখন ঠিক ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট, মাত্র ২৫ মিনিটেই ভারতীয় সেনারা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের (Pakistan) ন’টি জঙ্গি ঘাঁটি। ভারতের এই যোগ্য জবাবে ভারতের বিনোদন দুনিয়ার তারকারা তো বেশ খুশি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করেই লিখে ফেললেন তাদের মনের কথা। বলিউড (Bollywood), দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টলিউড (Tollywood), অপারেশন সিঁদুরের জন্য অনেকেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
ভারত মাতার জয় গান (Operation Sindoor)
এক্স হ্যান্ডেলে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বলিউড অভিনেত্রী নিমরত কৌর অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করেন (Operation Sindoor)। তার সঙ্গে লেখেন, “এক দেশ এক মিশন”। দেশের সেনাবাহিনীর পাশে যে ভারতীয়রা রয়েছে এ কথাই বললেন অনুপম খের থেকে শুরু করে চিরঞ্জীবীরা। একত্রে গাইলেন, ভারত মাতার জয় গান।
সেনাবাহিনীকে কুর্নিশ (Operation Sindoor)
অভিনেতা পরেশ রাওয়ালও কুর্নিশ জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এবং নরেন্দ্র মোদিকে (Operation Sindoor)। অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, “জয় হিন্দ, জয় মহাকাল”। দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মুখেও জয় হিন্দ ধ্বনি। পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাবে, মোদি সরকারের এহেন পদক্ষেপ যোগ্য জবাব। এমনটাই বললেন অভিনেতা বিক্রান্ত মাসে। অপরদিকে পরিচালক মধুর ভান্ডারকর বলেন, “ভারতের সেনাদের জন্য এক মনে প্রার্থনা করছি। গোটা দেশ ঐক্যবদ্ধ ভাবে একই সারিতে দাঁড়িয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।”
আরও পড়ুন: Aparajita-Priyanka: অপরাজিতার মেয়ে প্রিয়াঙ্কা! বড় বার্তা মিউজিক ভিডিওতে
হ্যাপি দিওয়ালি জানালেন অঙ্কুশ
৭ই মে ভারতীয় সেনার গর্বিত মিশনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই টলিউডও। অঙ্কুশ ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ” প্রতিবেশী দেশকে আগাম হ্যাপি দিওয়ালি”।
আরও পড়ুন: Rukmini Maitra: দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা রুক্মিণী! গর্বিত দেব কী বললেন?
ভারতের বদলা
৭ মে মধ্যরাতে পাকিস্তানের রীতিমত ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে বদলা নিল ভারত। আড়ালে প্রস্তুতি চলছিল বিগত বেশ কয়েকদিন ধরেই। মূলত এই জঙ্গি ঘাঁটিগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র মজুদ থেকে শুরু করে ট্রেনিং দেওয়া হয়। তালিকায় ছিল মোট ৩৪টি জায়গার নাম। তার মধ্যে নটা ছিল হাইয়েস্ট থ্রেড গ্রেড।