ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সমীর গুহ ও বিতান অধিকারীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। নিহতদের পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর ঘোষিত আর্থিক সাহায্যও তুলে দেন তাঁরা।
প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সাহায্য (State Compansation)
কাশ্মীরে পর্যটকের ওপর নারকীয় হত্যা চালিয়েছিল জঙ্গিরা। নিহতদের তালিকায় বাংলার তিন। প্রথম থেকে প্রতি মুহূর্তের খবরাখবর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের শীর্ষ কর্তারাদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের সাহায্যের জন্য সব ধরনের ব্যবস্থা করেছিলেন (State Compansation)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কাশ্মীরে নিহত রাজ্যের তিন জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ জঙ্গি হামলায় নিহত সমীর গুহ ও বিতান অধিকারীর পরিবারকে সরকারি সাহায্যের অর্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: Calcutta High Court: পিতা-পুত্রের মৃত্যুতে সিবিআই তদন্তের মামলা শুনলেন না সিঙ্গল বেঞ্চ
সোমবার নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন দুই মন্ত্রীই। প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিরারের সদস্যরা। সেখান থেকে বেরিয়ে ফিরহাদ বলেন, “শোকাহত পরিবারের পাশে আছি। আমি আশা করছি কেন্দ্র সরকার এই হামলার যোগ্য জবাব দেবে।”
রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হলেও কোনও উচ্চবাচ্য নেই কেন্দ্রের (State Compansation)। এখনও পর্যন্ত নিহতদের পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও আর্থিক সাহায্য কিংবা সান্ত্বনার বার্তাও দেওয়া হয়নি বলে জানাচ্ছে নিহতদের পরিবার।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরনে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। প্রাণ যায় বাংলার তিনজনের। তাঁদের মধ্যে বিতান ও সমীর কলকাতার। আইবি অফিসার মণীশরঞ্জন পুরুলিয়ার বাসিন্দা। তাঁর পরিবারকেও আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।