WB Assembly News: ধর্ষণের সাজা হোক ফাঁসি, বিজেপির উপস্থিতিতেই মঙ্গলে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য

গত ৯ অগাস্ট চিকিৎসক তরুণী খুন-ধর্ষণের ঘটনার পরের দিন এক অভিযুক্ত ছাড়া এখনও তেমন কাউকেই ধরতে বা গ্রেফতার করতে পারেনি সিবিআই। যদিও হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। জানুন বিস্তারিত...

WB Assembly News:  ধর্ষণের সাজা হোক ফাঁসি,  বিজেপির উপস্থিতিতেই মঙ্গলে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধর্ষণের ফাঁসি সাজা - বিধানসভায় এই বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল, মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা পাশ করানো হবে। আলোচনায় অংশ নেবে বিজেপি পরিষদীয় দলও। তবে আজ, সোমবার অধিবেশন শুরু হয়ে শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে। দুপুরে বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক।
অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হতে পারে বিধানসভা। 

সূত্রের খবর, বিধানসভার শোকপ্রস্তাবে নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। যিনি গত অগস্ট মাসের ৮ তারিখে প্রয়াত হয়েছেন। উল্লেখ নেই আরজি করে নিহত চিকিৎসকের। বিজেপি পরিষদীয় দল শোকপ্রস্তাব নিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বলে খবর। অন্যদিকে, আরজি কাণ্ডের ২৫ দিন পার। বিচারের দাবি সুর চড়ছে রাজ্যে। জনতার তর্জন গর্জন, প্রতিবাদ চললেও এখনও কিনারা হয়নি সেই রহস্যের। 

আরও পড়ুন: https://tribetv.in/RG-Kar-Murder-Case-is-taking-political-turn

গত ৯ অগাস্ট চিকিৎসক তরুণী খুন-ধর্ষণের ঘটনার পরের দিন এক অভিযুক্ত ছাড়া এখনও তেমন কাউকেই ধরতে বা গ্রেফতার করতে পারেনি সিবিআই। যদিও হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। তারপরও তদন্তে তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এখন দেখার মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা কোন দিকে এগোয়।