Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Stealing Gold Chain) উঠেছে সম্প্রতি গরফা থানা এলাকায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকুরিয়ার ঝিল রোডে এই ঘটনাটি ঘটে।
ঘটনাটা ঠিক কী? (Stealing Gold Chain)
স্থানীয় বাসিন্দা ৬০ বছর বয়সী পিয়ালী দে রায়ের (Stealing Gold Chain) সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় তিন দুষ্কৃতী। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভরা বিকেলে শহরের রাস্তায় এমন ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বাড়ি ফেরার সময় বিপত্তি (Stealing Gold Chain)
ঘটনার বিস্তারিত জানা গেছে, পিয়ালী দে রায় এক (Stealing Gold Chain) আত্মীয়ের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনজন মোটরবাইক নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তারা পিয়ালীর সঙ্গে কথা বলার ভান করে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে কিছু জানতে চায়। পিয়ালী যখন সেই দিকে তাকান, তখনই তারা তার গলা থেকে সোনার হার টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হার ছিনতাই করার সময় তারা পিয়ালীকে হুমকি দেয় যে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভালো ফল হবে না। পিয়ালীর দাবি অনুযায়ী, ছিনতাই হওয়া সোনার হারটির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
শহরের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন
এই ঘটনায় পিয়ালী এবং তার স্বামী গভীর আতঙ্কে রয়েছেন। তারা বলেছেন, ‘‘এই শহরে কোনো সুরক্ষা নেই।’’ এমন পরিস্থিতিতে তারা তাদের বেঙ্গালুরুতে বসবাসকারী ছেলের কাছে চলে যাওয়ার কথা ভাবছেন। প্রথমে তারা পুলিশে অভিযোগ করতে চাননি, কিন্তু পরে গরফা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখন সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তিনজন অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

শহরে একের পর এক ছিনতাই
এই ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত কয়েক সপ্তাহে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। চলতি মাসেই বড়তলা থানা এলাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে একটি বাড়িতে ঢুকে শয্যাশায়ী গৃহকর্ত্রীকে অস্ত্র দেখিয়ে টাকা ও সোনার গয়না লুট করা হয়েছে। এছাড়াও দমদমে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধা গৃহকর্ত্রীর মুখ চেপে ধরে অস্ত্র দেখিয়ে গয়না ও টাকা লুট করে পালানোর ঘটনাও ঘটেছে। এসব ঘটনা শহরের সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।
সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু সম্প্রতি শহরে বেড়ে যাওয়া অপরাধের ঘটনাগুলো প্রশ্ন তুলছে প্রশাসনের সক্ষমতা নিয়ে। পুলিশের উচিত দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা। পাশাপাশি, শহরের বিভিন্ন স্পটে পর্যাপ্ত পুলিশ টহল ও সিসি ক্যামেরার ব্যবস্থা বাড়ানো প্রয়োজন।