ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আঙুলের চোট (Steve Smith Back With Aussie Side) থেকে সেরে উঠেছেন স্টিভ স্মিথ।
আঙুলের চোট থেকে সুস্থ, স্মিথ ফিরছেন দলে (Steve Smith Back With Aussie Side)
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, স্টিভ স্মিথ (Steve Smith Back With Aussie Side) চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন। তিনি জশ ইংলিসের জায়গায় একাদশে থাকবেন। তিন সপ্তাহ আগে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্লিপে ফিল্ডিং করার সময় স্মিথের আঙুলে চোট লেগেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই চোটের কারণে তিনি প্রথম টেস্টে খেলতে পারেননি। ওই ম্যাচে অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতলেও স্মিথের অভাব টপ অর্ডারে অনুভূত হয়।
ব্যাটিংয়ে ফিরছেন স্মিথ, স্লিপে ফিল্ডিং নয় (Steve Smith Back With Aussie Side)
গ্রেনাডার সেন্ট জর্জসে বুধবার সাংবাদিকদের কামিন্স (Steve Smith Back With Aussie Side) বলেন, “ও এখন সম্পূর্ণ প্রস্তুত। আঙুল ভালোই সেরে উঠেছে।” ৩৬ বছর বয়সি স্মিথ স্প্লিন্ট পরেই ব্যাট করবেন। স্মিথ ফিরছেন তার চিরচেনা চার নম্বরে, যেখানে প্রথম টেস্টে সুযোগ পেয়েও জোশ ইংলিস মাত্র ৫ ও ১২ রান করেন।
ইংলিস বাদ পড়লেও দলে রাখা হয়েছে কনিষ্ঠ স্যাম কনস্টাসকে, যিনি উসমান খাজার সঙ্গী হিসেবে ওপেন করবেন। তিন নম্বরে থাকছেন ব্যর্থ ক্যামেরন গ্রিন। বাদ দেওয়া হলেও দলে থেকেই যাচ্ছেন মার্নাস ল্যাবুশেন, তবে এখনও দলে জায়গা পাননি। দলের বাকি অংশ অপরিবর্তিত থাকছে। পেস আক্রমণে থাকছেন কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
আরও পড়ুন: Jaiswal Defend Shubman Gill: এজবাস্টনে প্রথম দিনে ভারতের দাপট, শুবমানের শতরান ও জয়সওয়ালের প্রশংসা
স্মিথের ফিল্ডিং প্রসঙ্গে কামিন্স বলেন, “ও ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট। তবে এটা এখনো কিছুটা সামলাতে হবে। তাই হয়তো দ্রুত বোলারদের সময় ও স্লিপে ফিল্ডিং করবে না। স্পিনারদের সময় থাকতে পারে।”
স্টেডিয়াম নতুন, স্মিথের অভিজ্ঞতা হবে বড় সম্পদ
সেন্ট জর্জস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া কখনো টেস্ট খেলেনি। ২০০৮ সালে একটি ওয়ানডে খেলতে এখানে এসেছিল তারা। তাই এই মাঠে স্মিথের মতো অভিজ্ঞ কেউ পাশে থাকাটা বড় সুবিধা বলে মনে করছেন কামিন্স। “এটাই ওর বড় শক্তি। ও দুনিয়ার সব জায়গায় রান করেছে। কোনো মাঠে না খেলেও দ্রুত বুঝে যায় কীভাবে ব্যাট করতে হবে, কোন জায়গা থেকে রান বের করতে হবে।” “বিশেষ করে যাঁরা বেশি টেস্ট খেলেননি বা এমন ধরনের উইকেটে অভ্যস্ত নন, তাঁদের জন্য ওর অভিজ্ঞতা ভীষণ কাজে দেবে।”
আরও পড়ুন: Diogo Jota: স্পেনে সড়ক দুর্ঘটনায় পর্তুগালের ফরোয়ার্ড দিয়োগো জোটা ও তাঁর ভাইয়ের মৃত্যু
অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নেথান লায়ন, জশ হ্যাজলউড।