ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুবাইতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনাল খেলার পর অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) সতীর্থদের বলেছিলেন যে তিনি অবিলম্বে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন।
ভারতের বিরুদ্ধে হারের পর অবসরের ঘোষণা (Steve Smith)
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ (Steve Smith) ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। মঙ্গলবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর তিনি এই সিদ্ধান্ত নেন।
স্মিথ ম্যাচের পর সতীর্থদের জানান যে তিনি অবিলম্বে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্মিথ টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে থাকবেন।
দীর্ঘ ১৪ বছরের ওয়ানডে কেরিয়ারের ইতি (Steve Smith)
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে অভিষেক হয় স্মিথের (Steve Smith)। এরপর তিনি ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। তার ঝুলিতে আছে ১২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান। পাশাপাশি বল হাতে ২৮টি উইকেটও নিয়েছেন।
আরও পড়ুন: Virat Kohli: অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি ফাইনালে ভারত, ড্রেসিং রুমে উচ্ছ্বাস
স্মিথ ২০১৫ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের দলের সদস্য ছিলেন। ২০১৫ সালে তিনি ওয়ানডে অধিনায়ক হন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে প্যাট কামিন্স চোটের কারণে না খেলায় অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্বও সামলান স্মিথ।
ভারতের বিরুদ্ধে লড়াই করেও পরাজয়
দুবাইয়ে সেমিফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মিথ। কঠিন উইকেটে ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের লক্ষ্য গড়তে সাহায্য করেন। তবে ভারত সেই লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় পরপর ফাইনালে পৌঁছে যায়।
স্মিথের আবেগঘন বার্তা
অবসরের ঘোষণা করে স্মিথ বলেন, “এটা একটা দারুণ সফর ছিল এবং আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।” তিনি আরও বলেন, “অনেক অসাধারণ সময় কেটেছে, অনেক স্মৃতি তৈরি হয়েছে। দুইবার বিশ্বকাপ জেতা অন্যতম সেরা মুহূর্ত ছিল, সেই সঙ্গে অসাধারণ সতীর্থদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও দুর্দান্ত। এখন ২০২৭ বিশ্বকাপের জন্য নতুনদের প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। তাই আমি সরে দাঁড়ানোর সঠিক সময় মনে করছি।”
আরও পড়ুন: Rachin Ravindra Record: রচিন রবীন্দ্রের দুরন্ত সেঞ্চুরি, নতুন রেকর্ড গড়লেন কিউই তারকা
টেস্ট ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে চান স্মিথ
স্মিথ স্পষ্ট করেছেন যে তিনি টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে চান। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকার। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, উইন্ডিজ সফর এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আমি এখনও অনেক কিছু দিতে পারব বলে মনে করি।”