Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত জসপ্রীত বুমরাহর পরিবর্তে আকাশ দীপকে দলে নিয়েছে (Steyn blasts Gautam Gambhir)। দ্বিতীয় ম্যাচের জন্য তারা যে তিনটি পরিবর্তন করেছে দলে তার মধ্যে একটি বুমরাহর না থাকা।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্টেইন (Steyn blasts Gautam Gambhir)
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন বুধবার ভারতের টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করলেন (Steyn blasts Gautam Gambhir)। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাকে না খেলানো একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত। এই ম্যাচে ভারত বুমরার পরিবর্তে দলে নিয়েছে আকাশ দীপকে। এটি ছিল তিনটি পরিবর্তনের মধ্যে একটি।
স্টেইন অবাক হয়ে যান বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত শুনে। তিনি বলেন, এটি যেন পর্তুগাল তাদের সেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখার মতো ঘটনা। তিনি এক্স-এ (টুইটারে) লেখেন, “তাহলে পর্তুগালের দলে রোনাল্ডো আছেন, আর তারা ঠিক করল ওকে খেলাবে না। এটা একেবারে পাগলামি। এটা যেন ভারতের দলে বুমরা আছে, আর তারা… ওকে খেলালো না? না, কী! ধুর, আমি বিভ্রান্ত!”
কেন খেলানো হয়নি বুমরাকে? (Steyn blasts Gautam Gambhir)
ইংল্যান্ড সফরের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বুমরা পুরো পাঁচ ম্যাচের সিরিজ খেলবেন না (Steyn blasts Gautam Gambhir)। বিসিসিআই-এর মেডিকেল টিম পরামর্শ দিয়েছিল, তাকে তিনটি ম্যাচেই সীমাবদ্ধ রাখা হবে। মে মাসে স্কোয়াড ঘোষণার সময়ই এই সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচক অজিত আগারকর।
আরও পড়ুন: Bangladesh Batting Collapse: ৫ রানে ৭ উইকেট হারিয়ে ভরাডুবি! ৭৭ রানে হার বাংলাদেশের
যদিও সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় এবং প্রথম টেস্টে বুমরার ৫ উইকেট নেওয়ার পর ক্রিকেট বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া উচিত হবে না। কারণ, লিডসে বুমরার পারফরম্যান্স ছাড়া আর কোনো পেসার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তবুও অধিনায়ক শুভমান গিল ও কোচ গৌতম গম্ভীর সিদ্ধান্তে অনড় থাকেন। তাঁরা জানিয়ে দেন, এজবাস্টনে বুমরা খেলবেন না।
শুভমান গিল কী বলেছিলেন?
টসের সময় শুভমান গিল বলেন, “শুধু ওর workload ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত। হ্যাঁ, মাঝখানে ভালো একটা বিরতি পেয়েছিলাম, আর ম্যাচটাও গুরুত্বপূর্ণ। তবে তৃতীয় টেস্ট যেহেতু লর্ডসে, আমরা মনে করি ওখানে ওর বেশি প্রয়োজন হবে। তাই বুমরাকে আমরা সেখানেই খেলাব।”
দ্বিতীয় টেস্টে প্রথম দিন ভারতের সাফল্য
এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভালো শুরু করে ভারত। দিন শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৩১০ রান। অধিনায়ক শুভমান গিল টানা দ্বিতীয় সেঞ্চুরি করেন সিরিজে। তবে ডেল স্টেইন এবং অন্য অনেকেই মনে করছেন, দলের অন্যতম সেরা বোলার বুমরাকে বিশ্রামে পাঠিয়ে বড় ভুল করেছে ভারতীয় দল।