Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ভারতের শেয়ারবাজারে (Stock Market Crash) ভয়াবহ ধস নেমেছে। মঙ্গলবার সেনসেক্স সূচক প্রায় ৮৪৯ পয়েন্ট কমে ৮০,৮০০-এর নিচে নেমে গিয়েছে। নিফটিও পতনের ধারা থেকে রেহাই পায়নি, তা বন্ধ হয়েছে ২৪,৭০০ পয়েন্টের নিচে। এদিন বাজারের সমস্ত সেক্টরে বড় পতন লক্ষ্য করা গেছে, যেখানে শুধুমাত্র কয়েকটি শেয়ার ব্যতিক্রম স্বরূপ ভালো অবস্থানে ছিল।
এর কারণ কী? (Stock Market Crash)
বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের পণ্যগুলোর (Stock Market Crash) ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা বাজারে মূলত এই ধসের মূল কারণ। আগামীকাল বুধবার থেকে এই শুল্ক কার্যকর হতে চলেছে, যা ভারতের বেশ কিছু পণ্যের ওপর মোট কর ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। মার্কিন শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ সাম্প্রতিক সময়ে সবচেয়ে কঠোর ধরনের বলে মনে করা হচ্ছে, যা ভারতীয় রপ্তানি খাতের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।
বাজাজ ফিনসার্ভের শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত (Stock Market Crash)
সেনসেক্স সূচকে আজ হিন্দুস্তান ইউনিলিভার, মারুতি, আইটিসি, টিসিএস, ইটারনাল (Stock Market Crash), আলট্রাটেক ইত্যাদি কয়েকটি শেয়ার ছাড়া প্রায় সবখানেই বড় পতন দেখা গেছে। বিশেষ করে নিফটি মিডক্যাপ সূচক ২.১৭ শতাংশেরও বেশি কমেছে। এদিকে সান ফার্মা, টাটা স্টিল, ট্রেন্ট, বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিনসার্ভের শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড় পরিমাণ শেয়ার বিক্রি
আন্তর্জাতিক কারণে বাজারে ভয়ের বায়ু ছড়িয়ে পড়ায় বিদেশি বিনিয়োগকারীরা বড় পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। মঙ্গলবার শুধুমাত্র এই সপ্তাহের দ্বিতীয় সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ২৪৬৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। তবে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিপরীতে ৩১৭৬ কোটি টাকার শেয়ার ক্রয় করে বাজারে কিছুটা সান্ত্বনা দিয়েছেন।
আরও পড়ুন: Kolkata Metro: এবার সব রুটেই মিলবে কিউআর টিকিট সুবিধা, পুজোর আগে মেট্রোর নতুন উপহার!
দ্রুত ৭০০ পয়েন্টেরও বেশি পতন
বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ও নিফটি দুটোই দুর্বল অবস্থায় সূচনা করে এবং দ্রুত ৭০০ পয়েন্টেরও বেশি পতন হয়। এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান শুল্ক বৃদ্ধির প্রভাব রপ্তানি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং এতে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক আস্থা কমে যেতে পারে।