ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মীবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমায় রক্তক্ষরণ দালাল স্ট্রিটে(Stock market)।জুলাইয়ের শেষ দিনে ফের পড়ল বাজার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাজার খুলতেই ৫০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। আর কিছুক্ষণ যেতেই সেনসেক্স নেমে যায় ৬৩০ পয়েন্টেরও বেশি। একই ছবি দেখা গিয়েছিল নিফটি ৫০ সূচকেও। ১৮০ পয়েন্ট পড়ে যায় নিফটি সূচক। আর ওই কিছুক্ষণ সময়ের মধ্যেই লগ্নিকারীদের বিপুল টাকা বাজার থেকে উধাও হয়ে যায়।কিন্তু দিনের শেষে আশা জিইয়ে রাখল শেয়ার বাজার।শেষ পর্যন্ত মার্কিন শুল্কনীতির প্রভাব কিন্তু সে ভাবে বাজারের উপরে পড়েনি।
সেনসেক্স এবং নিফটি সূচক (Stock market)
বৃহস্পতিবার দিনের শেষে ২৯৬.২৮ পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক। ফলে ৮১,১৮৫.৫৮ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় সেনসেক্স(Stock market)। এই বাজারের ০.৩৬ শতাংশের পতন লক্ষ করা গিয়েছে। লক্ষ্মীবারে দিনের মধ্যে সেনসেক্স সর্বোচ্চ ওঠে ৮১ হাজার ৮০৩ পয়েন্টে। অন্যদিকে, এদিন ৮৬.৭০ পয়েন্ট কমে বন্ধ হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। ফলে দিনশেষের ২৪,৭৬৮.৩৫ পয়েন্টে দাঁড়ায় নিফটি-৫০-এর সূচক। দিনের মধ্যে একবার ২৪ হাজার ৯৫৬ পয়েন্টে ওঠে এই সূচক, যা সর্বোচ্চ। এদিন শতাংশের হিসাবে এনএসই পড়েছে ০.৩৫।

নিফটি স্টকে পতন (Stock market)
বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিফটি ব্য়াঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে(Stock market)।
দালাল স্ট্রিটে লাভবান (Stock market)
এদিন নিফটিতে লাভের মুখ দেখেছেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, জিয়ো ফিনানশিয়্যাল, ইন্টারনাল, জেএসডব্লিউ স্টিল এবং আইটিসির লগ্নিকারীরা(Stock market)।বিএসইতে ছোট পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে ০.৭ শতাংশ। অন্যান্য শ্রেণির মধ্যে দ্রুত গতির ভোগ্যপণ্য সংস্থাগুলির স্টকের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই অস্থির রয়েছে বাজার। মঙ্গলবার অবশ্য কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এই দুই সূচক।

আরও পড়ুন-Donald Trump’s Tariffs: অযৌক্তিক! ট্রাম্পের ২৫% শুল্ক বোমায় বিস্ফোরিত শশী-ওয়েইসি
নতুন মার্কিন ট্যারিফ (Stock market)
উল্লেখ্য, ১ আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মতো নতুন ট্যারিফ চালু হয়ে যাবে(Stock market)। ইমপোর্টের ক্ষেত্রে ২৫ শতাংশ ট্যারিফ চালু হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত পেনাল্টির দিকটিও সামনের দিকে উঠে এসেছে। ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে তেল এবং প্রতিরক্ষা খাতে চুক্তি করেছেন তার সরাসরি প্রভাব এই ট্যারিফের দিকে চলে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
