Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার দুই ইনডেক্সের পতন দেখেছিল শেয়ার বাজার। তবে মঙ্গলবার বাজার খোলার পরেই ছন্দে ফিরতে দেখা গেল দুই ইনডেক্সকে (Stock Market)। যার ফলে হাসি ফুটেছে লগ্নিকারীদের মুখে।
ছন্দে দুই ইনডেক্স সূচক (Stock Market)
সোমবার কিছুটা পতন দেখা গেছিল সেনসেক্স ও নীফটি৫০-র পয়েন্টে তবে মঙ্গলবার বাজার খোলার পর সেই ছবি পাল্টে যেতে সময় লাগে নি। শেয়ার বাজার খোলার সাথেসাথেই গতি ধরতে দেখা যায় শেয়ার মার্কেটকে। সেনসেক্স বেড়ে যায় ৩২০ পয়েন্টের বেশি। যার জেরে সেনসেক্স ট্রেড করছে ৮২০০০-এর গন্ডি পার করে। আর অন্যদিকে নিফটি৫০-র সূচক বেড়েছে ১০০ পয়েন্টের মোট । যার ফলে ২৫১০০-এর উপরে রয়েছে নিফটি। সকাল থেকেই বৃদ্ধি দেখা গেছে ব্যাঙ্ক নিফটিতেটে। ২০০ পয়েন্ট বেড়ে ৫৫০০০ স্তর পার করেছে এই সূচক (Stock Market)।
নিফটি১০০-এর তালিকায় বেশ কিছু ইনভেস্ট বেড়েছে। সেই তালিকায় Cholamandalam Invest বেড়েছে প্রায় ৩ শতাংশ। Tata Power বেড়েছে ২.৫৩%। JSW Energy বেড়েছে ২.৩%। তাছাড়াও সুইগি, প্রায় দেড় শতাংশ বেড়ে ৪৩১.৬৫ টাকায় রয়েছে যার জেরে হাসি ফুটেছে বিয়োগকারীদের। কিছু সংস্থার রিটার্ন ছকে দিয়েছে সবাইকে। সকাল থেকে ১৩ শতাংশ রিটার্ন দিয়েছে Redington তাছাড়া ১৩.১৪ শতাংশ রিটার্ন দিয়েছে Steelcast।

আরও পড়ুন: Ind vs Pak: ‘নো হ্যান্ডশেক’ বিতর্কে পাকিস্তানকে স্পষ্ট জবাব ভারতের
মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসের চন্দন তাপারিয়ার কথা অনুযায়ী মঙ্গলবার যে তিনটি স্টকের উপর নজর ছিল সেগুলো হলো Siemens, Jio Financial Services ও The Phoenix Mills।
Siemens
টার্গেট ৩৫০০ টাকা, স্টপ লস ৩১৯০ টাকা
Jio Financial Services
টার্গেট ৩৩০ টাকা, স্টপ লস ৩০৭ টাকা
The Phoenix Mills
টার্গেট ১৬৭৫ টাকা, স্টপ লস ১৫৪০ টাকা
আনন্দ রাঠি ব্রোকারেজের তরফে জিগর এস প্যাটেল শর্ট টার্মের কথা ভেবে যে তিনটি স্টকের পরামর্শ দিয়েছেন সেগুলো হলো Coal India, ITI ও Cochin Shipyard (Stock Market)।
Coal India
টার্গেট ৪৩০ টাকা, স্টপ লস ৩৭২ টাকা
Cochin Shipyard
টার্গেট ১৯১০ টাকা, স্টপ লস ১৬৪০ টাকা
ITI
টার্গেট ৩৪০ টাকা, স্টপ লস ২৯২ টাকা
(বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)