Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিতের প্রভাবে ভারতীয় শেয়ার বাজার দিনটি শুরু করেছে সবুজে (Stock Market Today)। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই শেয়ার বাজারে নতুন আশার সঞ্চার হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মিশ্র প্রভাবে বিনিয়োগকারীরা আপাতত আত্মবিশ্বাসী।

সূচকের অবস্থান (Stock Market Today)
দিনের শুরু থেকেই বেঞ্চমার্ক সূচকগুলি ঊর্ধ্বমুখী। সকাল ৯টা ২০ মিনিটে নিফটি৫০ ২৪,৮৬০.০৫ পয়েন্টে দাঁড়ায়, যা প্রায় ৮৭ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে। অন্যদিকে, বিএসই সেনসেক্স ৩০০ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে ৮১,০৮৭.৭৫–এ পৌঁছেছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জল্পনা, পাশাপাশি ভারতীয় অর্থনীতির ভেতরকার ইতিবাচক সংকেত, দুই মিলিয়েই এই ঊর্ধ্বমুখী সূচক।

বৈশ্বিক প্রভাব (Stock Market Today)
বিশ্ব বাজারের প্রেক্ষাপটে মার্কিন শেয়ার বাজারে ন্যাসডাকের নতুন রেকর্ড বিনিয়োগকারীদের মনোবল বাড়িয়েছে। যদিও একইসঙ্গে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির লক্ষণও স্পষ্ট হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমালেও আগামী সভায় আর কোনও বড় পদক্ষেপ না নেওয়ার সম্ভাবনাই প্রবল। তাই ফেডের আসন্ন ভাষ্য বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
দেশীয় প্রভাব (Stock Market Today)
ভারতে বাজারকে চাঙা করার পিছনে অন্যতম বড় কারণ হল জিএসটি সংস্কার। কর সংস্কারের ফলে রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষত অটোমোবাইল সেক্টর এই সংস্কারের প্রত্যক্ষ উপকারভোগী। জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডঃ ভি কে বিজয়কুমারের মতে, “জিএসটি কর্তনের কারণে বাজারে ইতিবাচক সাড়া মিলেছে। সেপ্টেম্বরের ২২ তারিখের পর থেকে অটো সেক্টরে বিপুল চাহিদা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সাম্প্রতিক উত্থান সত্ত্বেও অটো শেয়ারগুলি স্থিতিশীল থাকবে।”
খাতভিত্তিক প্রবণতা (Stock Market Today)
আইটি সেক্টর ছিল প্রধান চালিকা শক্তি। বিশেষত ইনফোসিস শেয়ার বায়ব্যাক ঘোষণার ফলে প্রযুক্তি খাতে ব্যাপক আস্থা তৈরি হয়েছে। একইসঙ্গে ব্যাংকিং ও আর্থিক পরিষেবা খাতেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। RailTel–এর শেয়ার প্রায় ৫–৬ শতাংশ বেড়েছে নতুন অর্ডার পাওয়ার কারণে। যদিও অটো খাত সামান্য চাপের মধ্যে থাকলেও (–০.৩ শতাংশ), বাজার বিশেষজ্ঞদের মতে সেটি সাময়িক প্রভাব মাত্র।
বিনিয়োগকারীদের মনোযোগ (Stock Market Today)
বাজার অংশগ্রহণকারীরা এখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ–এর দিকে তাকিয়ে আছেন। এ তথ্য সরাসরি মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যতের নীতি সিদ্ধান্তকে প্রভাবিত করবে। বিনিয়োগকারীরা তাই সতর্ক থাকলেও, সামগ্রিকভাবে বাজারে আত্মবিশ্বাস ফিরে আসছে।
টেকনিক্যাল দিক
প্রযুক্তিগত বিশ্লেষণ বলছে, নিফটি৫০–এর জন্য সমর্থন স্তর (support) ২৪,৬২৫–২৪,৭০০ এর মধ্যে রয়েছে। যদি সূচক ২৪,৮০০–এর উপরে টিকে থাকে, তবে তা ধীরে ধীরে ২৫,০০০ থেকে ২৫,২০০ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে চার্টে ডোজি প্যাটার্ন দেখা দেওয়ায় বাজারে কিছুটা অনিশ্চয়তা এবং অস্থিরতা থাকতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Calcutta High Court : ‘দ্য বেঙ্গল ফাইলস’ চলচ্চিত্র নিয়ে মামলায় তথ্যের অভাবে মামলা খারিজ হাইকোর্টের
সার্বিক চিত্র
সব মিলিয়ে বলা যায়, বৈশ্বিক বাজারের ইতিবাচক সুর, দেশীয় অর্থনীতির জিএসটি সংস্কার, আইটি সেক্টরে বায়ব্যাক ঘোষণা এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থা—এই চারটি কারণে আজকের ভারতীয় শেয়ার বাজার সবুজে রঙিন। তবে আসন্ন মার্কিন অর্থনৈতিক তথ্য এবং ফেডের পরবর্তী অবস্থানই আগামী দিনে বাজারকে কোন পথে নিয়ে যাবে, তার নির্ধারক ভূমিকা নেবে।