ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশনকে কেন্দ্র করে ছাত্রদের(Student Clash) মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় দিল্লির এক বিশ্ববিদ্যালয়ের মেসে। দিল্লির দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনা এটি। এই ঘটনার জেরে ক্যাম্পাসে ভাঙচুর হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশ্ন তুলে উত্তেজনা করে এবিভিপি (Student Clash)
শুরুতে বচসায় জরায় এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। এর পর মারামারি শুরু হয় দুপক্ষের মধ্যে বলে জানা যাচ্ছে(Student Clash)। এসএফআই অভিযোগ করেছে, অন্যান্য দিনের মতোই দুপুরে মেসে খাবার পরিবেশনা করা হয়েছিল। তাতে আমিষ-নিরামিষ দু’রকম পদ ছিল। যদিও শিবরাত্রির দিন কেন আমিষ খাবার দেওয়া হয়েছে, এই প্রশ্ন তুলে উত্তেজনা করে এবিভিপি।
খাবার ফেলে দেয় নেতারা (Student Clash)
ছাত্ররা আমিষ খাবার নিয়েছিল তাঁদের উপর চড়াও হয় গেরুয়ার দল। অভিযোগ উঠেছে, মেসের ভিতরে ঢুকে খাবার ফেলে দেয় এবিভিপি নেতারা(Student Clash)। জানা যাচ্ছে শুধু ছাত্রছাত্রীরাই নন, হামলা হয় মেসের কর্মীদের উপরেও। বুধবারের এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Assam Earthquake: কলকাতার পর এবার গভীর রাতে ভুমিকম্প অসমে
অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে
দিল্লি পুলিশ জানিয়েছে, এখন ওই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক। এই নিয়ে কোনও পক্ষই বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনও অভিযোগ জমা দেয়নি। ওই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।