ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হরেক গহনার সম্ভার নিয়ে শহর কলকাতায় অনুষ্ঠিত হল স্টাইল এডিক অ্যানিভার্সারি (Style Edic Anniversary)। ইএমবাইপাস সংলগ্ন ১১৫ মেট্রোপলিটন সোসাইটি হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। জুয়েলারি ফ্যাশন ডিজাইনার উজমা ফিরোজের আয়োজনে ১১ তম স্টাইল এডিক অ্যানিভার্সারিতে ছিল চোখ ধাঁধানো নানা ব্র্যান্ডের রকমারি গহনার সম্ভার। আধুনিক ডিজাইন থেকে ট্রাডিশনাল সবেরই কালেকশন ছিল বেশ নজরকাড়া।
স্টাইল এডিক অ্যানিভার্সারিতে গহনার সম্ভার (Style Edic Anniversary)
শহরের বুকে অনুষ্ঠিত স্টাইল এডিক অ্যানিভার্সারিতে (Style Edic Anniversary) ক্রেতাদের ভিড়ও ছিল উপচে পড়া। ১০ হাজার টাকার উপর কেনাকাটায় ক্রেতাদের আকর্ষণীয় উপহারও দেওয়া হয়। উজমা ফিরোজ বলেন, প্রতিবারই নতুন নতুন ডিজাইনের নানা গহনা প্রদর্শনীতে তুলে ধরা হয়। এবারেও ব্যতিক্রম নেই। আগামী দিনে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হবেন বলেও জানান জুয়েলারি ফ্যাশন ডিজাইনার উজমা ফিরোজ।
আরও পড়ুন: Healthy Breakfast: জলখাবারে রাখুন এই ৫টি খাবার, পাবেন সারাদিনের এনার্জি
আরও পড়ুন: Weather: সপ্তাহের শুরুতে আবহাওয়ার ভোলবদল! ফের বাড়বে তাপমাত্রার পারদ
সোনার গয়না সকলের ভীষণ প্রিয়। তবে সোনার দাম এখন আকাশ ছোঁয়া। তাই গয়না কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে বাজেটের কথা। হালফ্যাশনে হালকা গয়না পরতেই মানুষ বেশি পছন্দ করেন। বিভিন্ন জুয়েলারি সংস্থা এখন ভারী ডিজাইনে হালকা ওজনের গয়নাও বানায়। ঠিক তেমনই রকমারি গয়নায় সম্ভার নিয়ে হাজির হয় স্টাইল এডিক অ্যানিভার্সারি (Style Edic Anniversary)। আপনার পছন্দের নকশার সব রকমের গয়নাই নজর কেড়েছে এই অনুষ্ঠানে।
আরও পড়ুন: Bankura: ফের খুলে গেল শালতোড়ার পাথর খাদান, খুশির হাওয়া এলাকায়
সাজে লাল শাড়ি আর গলায় একটা সীতাহার কিংবা নেকলেস, হাতে একটা বালা— আপনার সাজে আনবে আভিজাত্যের ছোঁয়া। পুরনো দিনে মা-ঠাকুমাদের গয়নার নকশা কিন্তু কোনও দিনই ফ্যাশনে অপ্রাসঙ্গিক নয়। বাড়িতে যদি এমন গহনা না থাকে তাহলে এখানেও পেয়ে যাবেন হালকা নকশার সীতাহার। হাতের গয়নার ক্ষেত্রে মান্তাসা, চূড়, কঙ্কণ চিরকালই বাঙালির পছন্দের তালিকার শীর্ষে থাকে। দুই হাতেই চূড় কিংবা কঙ্কণ না পরে অপর হাতে থাকুক কয়েক গাছা চুড়ি। স্টাইল এডিক অ্যানিভার্সারি (Style Edic Anniversary) কার্যত হরেক রকম ডিজাইনের সম্ভারে পরিপূর্ণ।