ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্রবিন্দু ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি— টলিউড (Subhabrata Chatterjee on Tollywood)। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তিরা এই মাটি থেকেই পথ দেখিয়েছিলেন সমগ্র দেশকে।
সঙ্কটে ইন্ডাস্ট্রি (Subhabrata Chatterjee on Tollywood)
কিন্তু সেই গৌরবময় ইন্ডাস্ট্রি আজ কঠিন সংকটের মুখে (Subhabrata Chatterjee on Tollywood)। কাজের সংখ্যা কমছে, প্রজেক্ট বাতিল হচ্ছে, বাইরের প্রযোজকরাও আর কলকাতায় আসতে চাইছেন না।
একুশে আইন (Subhabrata Chatterjee on Tollywood)
শিল্পীদের অভিযোগ, এর পেছনে মূল কারণ— টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর তৈরী একুশে আইন। আর কেউ প্রতিবাদ করলেই উঠে যাচ্ছে তাদের নাম ‘ব্যান লিস্ট’-এ।”
আরও পড়ুন: Vineet Goyal: ‘ক্ষমা চাইছি….’, আরজি কর কাণ্ডে ক্ষমা চেয়ে হাইকোর্টে চিঠি বিনীত গোয়েলের
কী বললেন শুভব্রত চ্যাটার্জী
টলিউডের প্রখ্যাত পরিচালক শুভব্রত চ্যাটার্জী ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন – বাইরের প্রযোজকরা এসে নিয়মের জটিলতা, অপ্রয়োজনীয় খরচের মুখোমুখি হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যারা প্রতিবাদ করছেন ,তারাও পরবর্তী সময়ে চাপের মুখে পরে সমঝোতা করে নিতে বাধ্য হচ্ছেন পেটের দায়ে।
অভিজ্ঞ শিল্পীও এখন কর্মহীন
অভিযোগ আরও আছে— স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ায় অনেক অভিজ্ঞ শিল্পীও এখন কর্মহীন। আবার নির্দিষ্ট কিছু মুষ্টিমেয় মানুষ তারা নিয়মিত কাজ করছেন।