ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood ) জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় (Subhadra Mukherjee)। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। এখনও তিনি চুটিয়ে অভিনয় করছেন। বলতে পারেন, ছোট পর্দার একজন দাপুটে অভিনেত্রী। আর তিনি কিনা গেম খেলেন। খেলে সেই পয়েন্টগুলো জমিয়ে রাখেন। সেই পয়েন্ট গুলো দিয়ে তিনি কী করেন জানেন? অভিনেত্রীর ঠিক কি কি খারাপ অভ্যাস রয়েছে? সবটাই ফাঁস করলেন তাঁর মেয়ে।
অভিযোগ হল রচনা ব্যানার্জির কাছে (Subhadra Mukherjee)
উল্টে অভিযোগ করলেন রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) কাছে। রচনা ব্যানার্জি সেই সমস্ত অভিযোগ শুনে তো একদম হতবাক। ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No. 1) এর সেটে বহু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন উঠে আসে। কখনও মজার ছলে, আবার কখনও বা সিরিয়াসলি। তেমনভাবেই এই শো’য়ের মধ্যে উঠে এল সুভদ্রা মুখোপাধ্যায়ের (Subhadra Mukherjee) জীবনের কিছু কথা। পর্দার সামনে থাকা এই অভিনেত্রীর ব্যক্তি জীবন ঠিক কেমন? চলুন, সেটাই জেনে নেব আজকের প্রতিবেদনে।
কিনলেন বির্জ খলিফা (Subhadra Mukherjee)
গেম (Game) খেলে তিনি নাকি কিনে ফেলেছেন আস্ত একটা বুর্জ খলিফা (Burj Khalifa)। শুনে তো রীতিমত অবাক হয়ে যান অভিনেত্রী রচনা ব্যানার্জি। বলেন, তিনি নিজে তাঁর সন্তানকে গেম খেলা বন্ধ করতে অনুরোধ করছেন। আর সেখানে অভিনেত্রী সুভদ্রা (Subhadra Mukherjee) নিজেই গেম খেলতে ব্যস্ত। যদিও এই কথায় একদমই রেগে যাননি অভিনেত্রী সুভদ্রা। বরং তিনি বেশ আনন্দের সঙ্গেই বলেন, মোবাইলে গেম বেশ ভালো।
আরও পড়ুন: Geeta LLB: এক বছরের গণ্ডি পেরোল ‘গীতা এলএলবি’, খুশিতে কেঁদে ফেললেন হিয়া
বাড়ি সাজাতে গেলে, রোজ কাজ করতে গেলে, গেম খেলে খেলে পয়েন্ট জড়ো করতে হয়। তারপর বাড়ি সাজাতে হয়। আসলে এই গেম আদতে একটা ভার্চুয়াল বাড়ি। আর সেই বাড়ি সাজাতেই তিনি দিনভর গেম খেলেন। এমনকি গেম খেলে পয়েন্ট জমিয়ে তিনি ভার্চুয়াল বুর্জ খলিফাও কিনে ফেলেছেন। তার নিজের একটা বুর্জ খলিফা রয়েছেন।
কী বললেন অভিনেত্রী?
মজার ছলে অভিনেত্রী বলেন, আসলে তিনি আনন্দে খুশিতে চনমনে থাকতে পছন্দ করেন। নিয়মে বাঁধা ধরা জীবন তাঁরা খুব একটা পছন্দ নয়। আনন্দ করেই প্রতিটা মুহূর্ত উপভোগ করেন। ব্যক্তি জীবন সম্পর্কেও খুব একটা সিরিয়াস নন। পছন্দ করেন নিজের মতো থাকতে। জনপ্রিয় অভিনেত্রীকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন না। ছেলে মেয়ে বউকে নিয়ে তাঁর সংসার। নেশা বলতে, ফোনে গেম খেলা আর যেদিন শুটিংয়ের কাজ থাকে না, সেদিন তিনি বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠেন বেলা বারোটায়।
আরও পড়ুন: AR Rahman: এ আর রহমানের ঘর ভাঙল, বাঙালি কন্যাই কী দায়ী? জল্পনা তুঙ্গে
এই প্রথম নয়
এই প্রথম নয়। ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে এভাবে বহু দিদিই খেলতে এসে নিজেদের জীবনের সিক্রেট ফাঁস করেন। সেই তালিকায় বহু তারকাও রয়েছেন। চলতি বছরে পুজোর কথা। পুজোর তখন আর কয়েকটা দিন মাত্র বাকি। দেবী পক্ষের আগে, অঘটন ঘটে গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের জীবনে। হারিয়েছেন স্বামীর ফিরোজকে। প্রসঙ্গত গত বছর মার্চ মাসে তিনি আবার একই দিনে হারিয়েছিলেন বাবা এবং শ্বশুর মশাইকে। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সুভদ্রা রাজনীতিতেও পরিচিত মুখ।