Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা বিনোদন জগতে একসময় শুভশ্রী (Subhashree–Mimi),মিমি (Mimi) ও রাজকে (Raj) নিয়ে ত্রিকোণ সম্পর্কের অজস্র গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তিক্ততা গলে গিয়ে জন্ম নিয়েছে অন্তর্দৃষ্টি ও পরস্পরের প্রতি সম্মান রাখা। যেটি স্পষ্ট ভাবে ফুটে উঠল সম্প্রতি এক ভিডিওতে। কী দেখা গিয়েছে এই ছোট্ট ভিডিওটিতে? সেখানে শুভশ্রী গাঙ্গুলী কী বললেন? কী করছিলেন দুই অভিনেত্রী?

পরস্পরের প্রতি সম্মান ও ভালবাসা (Subhashree-Mimi)
বাংলা চলচ্চিত্রে দুই জনপ্রিয় মুখ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী ( Subhashree Ganguly)। একসময় তাঁদের মধ্যে দূরত্ব থাকলেও সময়ের স্রোতে সেই ব্যবধান এখন অনেকটাই পেরিয়ে এসেছে। টলিউডে আজ তাঁদের সম্পর্ক ঘিরে যেমন আগ্রহ তেমনি রয়েছে সম্মান ও পরিণতির গল্প। সম্প্রতি একটি ভিডিওতে শুভশ্রী গাঙ্গুলী মিমি চক্রবর্তী ও আরও কয়েকজনকে দেখা যায় একই সাথে। বলা যেতে পারে, বহু দিন পর শুভশ্রী ও মিমিকে একই ফ্রেমে দর্শক দেখতে পেল। আর দুই অভিনেত্রী যে কতটা খুশিতে রয়েছেন পরস্পরের সাথে ,তা স্পষ্ট ভিডিওতে ফুটে উঠেছে।
কী দেখা গিয়েছে ? (Subhashree-Mimi)
ভিডিওতে দেখা যায় ,শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বলছেন ,”বলিউডে যদি দীপিকা থাকেন, তবে আমাদের বাংলায় আছেন মিমি।” শুধু তাই নয়, মিমিও শুভশ্রীর সাথে তাল মিলিয়ে চিৎকার করতে থাকে। মিমি শুভশ্রীকে বলেন ,”আমাদের লেডি সুপারস্টার।” সাথে শুভশ্রীর গালে চুমু খান। আর এই দৃশ্যটি ভিডিওতে সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর সাথে যাঁরা উপস্থিত ছিলেন ,তাঁরাও আনন্দে আত্মহারা হয়ে উঠেন। আর শুধু উপস্থিত কলাকুশলীরাই যে খুশি তা কেন বলা হবে ,এপারের দর্শকও কম খুশি নন শুভশ্রী ও মিমির (Subhashree – Mimi) এই ছোট্ট ভিডিওটি দেখে।
অতীত আজ অতীতই (Subhashree-Mimi)
একসময় রাজ চক্রবর্তীকে (Raj Chakrabarty) কেন্দ্র করে গুঞ্জনের বাতাসে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের গল্প ছড়িয়ে পড়েছিল। শুভশ্রী আজ রাজের স্ত্রী, আর মিমি রাজের অতীতের সঙ্গী। সেই অতীত আজ অতীতই। কারণ ব্যক্তিগত জীবন পেরিয়ে, দুই অভিনেত্রী আজ তাঁদের নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত , পরিণত এবং আন্তরিক।
এগিয়ে চলা
মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty) আজ একাধারে অভিনেত্রী, গায়িকা এবং সাবেক সংসদ সদস্য। তাঁর সাম্প্রতিক ওটিটি সিরিজ ‘ডাইনি ‘ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)’ ইন্দুবালা ভাতের হোটেল ‘ এর মত ছবিতে অভিনয় করে নিজের প্রতিভা প্রমাণ করেছেন। মাতৃত্বের পরও জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয় , অভিনয় সংসার সন্তান একসাথে একই হাতে সামলে এগিয়ে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।
আরও পড়ুন: Sabitri Chatterjee: বেশি বয়সে সাজগোজ! কটাক্ষের মোক্ষম জবাব দিলেন সাবিত্রী
অতীতকে সম্মান জানানো
আজকের দিনের দাঁড়িয়ে শুভশ্রী মিমি প্রমাণ করেছেন, অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলাই পরিণত মানসিকতার পরিচয়। ব্যক্তিগত ও পেশাগত চাপে ক্লান্ত না হয়ে ,তাঁরা দুজনে নিজেদেরকে নতুন ভাবে গড়ে তুলেছেন। দুই অভিনেত্রী নিজের নিজের কাজ নিয়েই আজ টলিউডের গর্ব হয়ে দাঁড়িয়েছেন।