ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই নববর্ষ। তার আগে চড়ক, শনিবার ও রবিবার মিলিয়ে বেশ কয়েকদিন হাতে সময় থাকছে। নববর্ষে উইকেন্ড(Summer Destination) নষ্ট না করে কোথাও বেরিয়ে আসতেই পারেন। এই বছর নববর্ষের ছুটিটা যে রূপ পড়েছে তাতে এই উইকেন্ড নষ্ট করার কোনও মানেই হয় না। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে চাঁদিফাটা গরমে পুড়ছে সকলেই। তার মধ্যে একটু ঠান্ডার আমেজ পেলে মন্দ হয় না। তাই যাঁরা হাতেগোনা ছুটিতে রোজকার একঘেয়েমি কাটাতে বেরিয়ে পড়তে চান তাদের জন্য রইল কয়েকটি বেড়ানোর ডেস্টিনেশনের হদিশ। চলে যেতে পারেন দার্জিলিং, মুসৌরি, মানালি, সোনমার্গ, ত্রিবান্দম, কুন্নুরের মতো জায়গায়।
দার্জিলিং(Summer Destination)
বেড়াতে যাওয়ার জন্য বাঙালির চিরচেনা বরাবরই হট ফেভারিট ডেস্টিনেশন(Summer Destination) দার্জিলিং। সারাবছরই এই শৈলশহরে মানুষ বেড়াতে যান। তবে এপ্রিলে ভিড় কিছুটা হলেও বেশি থাকে। কারণ এপ্রিলে দার্জিলিংয়ের আবহাওয়া খুবই মনোরম থাকে। ইউনেসকোর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আপনার জন্য অপেক্ষা করছে ৭৮ কিমি লম্বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, টাইগার হিল, চা বাগান ,ম্যাল, চিড়িয়াখানা, মনেস্ট্রি। এছাড়া টয়ট্রেনে চেপে ঘুরে দেখতে পারেন বাতাসিয়া লুপ। পাশাপাশি কালিম্পং,কার্শিয়াং, মিরিকও ঘুরে নিতে পারেন একই যাত্রায়।

মানালি(Summer Destination)
ভ্রমণপিপাসুদের গরমের ছুটি কাটানোর(Summer Destination) অন্যতম পছন্দের স্থান হল হিমাচল প্রদেশের শৈলশহর মানালি। বিশেষত ‘ভ্যালি অফ গড’ কুলু শহরটি তো ট্যুরিস্টদের খুবই পছন্দের জায়গা। তাই বেড়াতে যাওয়ার জন্য আপনি মানালিকে বেছে নিতেই পারেন। এখানে তিব্বতি মনেস্ট্র, একাধিক গুম্পা, হিড়িম্বা দেবীর মন্দির, বশিষ্ঠ মন্দির-সহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে। রক ক্লাইম্বিংয়ের মতো একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: কটন বাডস: কটন বাড দিয়ে কান খোঁচোনো অভ্যাস? অজান্তেই বিপদ ডাকে না তো?
মুসৌরি
উত্তরাখণ্ডের এই শৈলশহর মুসৌরি দেরাদুন থেকে মাত্র ৩৫ কিমি দূরে অবস্থিত। ৬১৭০ ফিট উচ্চতায় অবস্থিত এই শৈলশহরে পর্যটকরা যান সেখানকার প্রকৃতির টানে। হরেক প্রকৃতির গাছের সঙ্গে রংবাহারি ফুলের সম্ভারে আর রোডোডেন্ড্রনের শোভায় সজ্জিত এই শৈলশহর। কেম্পটি ফলস, মুসৌরি লেক সহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে। ঘুরে নিতে পারেন দেরাদুন ও ধানৌল্টি।

আরও পড়ুন: এলাচ: নিয়মিত এলাচ নিয়ম জানেন কি? নহি নিন এলাচের গুণাগুণ
কুন্নুর
নীলগিরি পর্বতের বুকে তামিলনাড়ুর অন্যতম হিলস্টেশন কুন্নুর। এপ্রিলে এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। ঘন মেঘের আস্তরণ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মৃদুমন্দ হিমেল বাতাস আপনার মন ভরাবেই। নীলগিরি মাউন্টেন রেলওয়ের টয়ট্রেনে চেপে প্রকৃতির শোভা দেখতে দেখতে কুন্নুর কিংবা উটি পৌঁছানোর মজাই আলাদা। এর পাশাপাশি একাধিক জলপ্রপাত, লেক, গার্ডেন সহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে। তবে এই শৈলশহরে বেড়াতে গেলে বাড়তি পাওনা হবে কফি, প্রক্রিয়াজাত চকোলেট, ইন্ডিয়ান বেকারি ,হাই ফিল্ড টি ফ্যাক্টরির চা।

পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য
কেরলের পেরিয়ার নদীর ধারে রয়েছে এই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য। বিরল প্রজাতির বন্যপ্রাণী দেখতে হলে আপনিও পৌঁছে যেতে পারেন এই অভয়ারণ্যে। তাছাড়া জঙ্গল ঘুরতে(Summer Destination)যদি ভালোবাসেন তাহলে এই এপ্রিলে চলে যেতে পারেন পেরিয়ার। দক্ষিণ ভারত হলেও কেরলের এই অংশের আবহাওয়া এপ্রিলে মনোরমই থাকে। জিপ বা হাতি সাফারিতে ঘুরে দেখতে পারেন অভয়ারণ্য।