Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীত হোক বা বর্ষা কিংবা গ্রীষ্ম— ঋতুভেদে বাগানের পরিচর্যার(Gardening Tips) ধরন ভিন্ন হয়। বাইরের তাপমাত্রা, আর্দ্রতার গভীর প্রভাব পড়ে গাছের উপর। মাটি সহজেই রুক্ষ হয়ে আসে অতিরিক্ত তাপমাত্রায়। তাই গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। অতিরিক্ত তাপে দ্রুত টবের মাটি শুকিয়ে যায়। এই সময় তাই প্রয়োজন পড়ে বাড়তি জলেরও।
কোন জিনিসগুলো মাথায় রেখে গাছের যত্ন নেবেন?(Gardening Tips)
১। বাগানে(Gardening Tips) গাছের শুকনো পাতা নিয়মিত কেটে ফেলুন। কোনও পাতার ডগা শুকিয়ে গেলে সেই অংশটা কেটে ফেলুন। কারণ সেই অংশে পুষ্টি জোগাতে গাছ দ্বিগুণ খাটবে। এবং তাতে বাকি গাছের স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে।
২। কোনও কোনও গাছের জন্য মাটিতে আর্দ্রতার প্রয়োজন হয়। সকালে উঠেই তাই বাগানের(Gardening Tips)গাছে জল দিন। গরম যত বাড়ে, মাটি তত দ্রুত শুকিয়ে যায়। যদি মনে হয়, এক দিনের জন্য কোথাও যাবেন বা ব্যস্ততায় জল দেওয়া সম্ভব হবে না, সে ক্ষেত্রে একটি প্লাস্টিকের বোতলের ঢাকনায় ছোট্ট ছিদ্র করুন। বোতলে জল ভর্তি করে ঢাকনাটি নীচের দিক করে টবে কঞ্চি আটকে সেটি বেঁধে দিন। এতে সারা দিন বোতল থেকে করে মাটিতে জলবিন্দু পড়বে, মাটি আর্দ্র থাকবে।

৩। মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য শুকনো, ঝরা পাতা টবের মাটির উপর চাপা দিয়ে দিন। এতে মাটির উপরিভাগ রোদের তাপে চট করে শুকিয়ে যাবে না।
আরও পড়ুন: 9 April Horoscope: মন দিন কাজে, বিচলিত হবেন না, জানুন আজকের রাশিফল…
৪। বাগানের(Gardening Tips) কোন গাছ কতখানি তাপ সহ্য করতে পারে সে ব্যাপারে ধারণা থাকলে সুবিধা হয়। যে গাছ রোদের তাপে দ্রুত শুকিয়ে যেতে পারে সেগুলি ছাউনির তলায় নিয়ে আসতে হবে। তবে খেয়াল রাখা দরকার, হাওয়ার যেন অভাব না হয়। ছাউনির নীচেও যেন হালকা সূর্যালোক পায় গাছগুলি।

৫। গরম বলে অতিরিক্ত জল দিলেও কিন্তু সমস্যা হতে পারে। অনেক গাছের জন্য আর্দ্র মাটির দরকার হলেও, জল জমলে গোড়া পচে গাছ মরে যেতে পারে। পোকার আক্রমণ হতে পারে। তাই টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে, তবেই জল দেওয়া দরকার।
আরও পড়ুন: Tuesday Lucky Zodiacs: অশ্লেষা নক্ষত্রের প্রভাবে বিশেষ দিনে ভাগ্য বদল কোন রাশির
৬। ভরদুপুরে রোদের তাপ সবচেয়ে বেশি থাকে। এই সময় সুতির কাপড় দিয়ে বাগানে(Gardening Tips)গাছের মাথায় আচ্ছাদন তৈরি করতে পারেন। এতে প্রবল তাপ থেকে গাছ বাঁচানো যাবে।