ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রচণ্ড গরমে রোদ আর ঘামের জ্বালায় ত্বকের অবস্থা একেবারে নাজেহাল। বাইরে বেরোলেই সূর্যের তাপ এতটাই তীব্র হয়ে উঠছে যে ত্বকে লালচে র্যাশ, ঘামাচি, ব্রণ-ফুস্কুড়ির মতো সমস্যা দেখা দিচ্ছে (Summer Skincare Solution)। এমনকি সানস্ক্রিন ব্যবহার করলেও রোদের তাপে ত্বক হয়ে পড়ছে রুক্ষ ও কালচে। ঠান্ডা ঘরে ঢুকলে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, আর ত্বকে জ্বালা অনুভূত হচ্ছে বারবার।
এই পরিস্থিতিতে সহজ কিন্তু কার্যকর একটি উপায় হতে পারে ফেশিয়াল মিস্ট। হালকা তরল জাতীয় এই স্প্রে ত্বকে মুহূর্তে এনে দিতে পারে স্বস্তি। এটি শুধু ত্বককে ঠান্ডা রাখে না, বরং রোদ ও ঘামের কারণে হওয়া নানা রকম ত্বকের সমস্যার হাত থেকেও রক্ষা করে। বাজারে নানা ধরনের মিস্ট পাওয়া গেলেও তার অনেকগুলিতে কৃত্রিম সুগন্ধ ও রাসায়নিক থাকে, যা ত্বকের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই ঘরোয়া উপায়ে তৈরি মিস্ট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ এবং উপকারী।
আরও পড়ুন: Skin Care Tips: গরমে ডাবের জলের জুড়ি মেলা ভার, এই পানীয় রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন?
ব্যাগে একটি মিস্টের বোতল রাখলেই আপনি যখন-তখন ব্যবহার করতে পারবেন। অফিস হোক কিংবা বাস-ট্রেনের ভিড়, একটু মিস্ট স্প্রে করলেই ত্বকে আসবে সতেজতা। মেকআপের ওপরেও ব্যবহার করা যায়, কারণ এটি ত্বকে নিজে থেকেই শুকিয়ে যায়, মুছতে হয় না।

চলুন দেখে নিই কীভাবে ঘরে বসেই তৈরি করবেন ত্বক-বান্ধব ফেশিয়াল মিস্ট: (Summer Skincare Solution)
১. মধু ও গ্লিসারিনের মিস্ট:
আধ কাপ জলে ২ চা চামচ মধু ও ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এই মিস্ট শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমায়।
আরও পড়ুন: Tarakasi Jewellery: রূপোর গয়নার জয়রথ, সোনার দামের দাপটে জনপ্রিয় হচ্ছে তারাকাসি ফিলিগ্রি অলংকার
২. শসা ও অ্যালোভেরার মিস্ট:
একটি শসা ব্লেন্ড করে তার রসের সঙ্গে ২ চা চামচ অ্যালোভেরা জেল ও আধ কাপ জল মিশিয়ে নিন। ফ্রিজে রেখে দিন এই মিশ্রণটি। শসা ও অ্যালোভেরা ত্বকের জ্বালা ও প্রদাহ কমাতে সাহায্য করে (Summer Skincare Solution) ।
৩. টি ট্রি অয়েল মিস্ট:
আধ কাপ জলে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ব্রণ ও র্যাশ কমাতে দারুণ কার্যকর এই মিস্ট। এটি ত্বকের জীবাণু সংক্রমণও রোধ করে।
৪. ল্যাভেন্ডার ও ক্যামোমাইল চায়ের মিস্ট:
আধ কাপ ঠান্ডা ক্যামোমাইল চায়ে মেশান ৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই মিস্ট ত্বককে সতেজ রাখে এবং রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে।
গরমে ত্বককে সুস্থ, সতেজ ও আরামদায়ক রাখতে এই ঘরোয়া মিস্টগুলো (Summer Skincare Solution) আপনার রোজকার সঙ্গী হতেই পারে। ত্বক ভালো তো আপনি ভালো—তাই নিজের যত্নে সময় দিন, সহজেই গরমে রেহাই পান ত্বকের সমস্যা থেকে।