ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমের ছুটিতে (Summer Travel Destinations) পাহাড় ছাড়া আর অন্য কোথাও যাওয়া চলবে না। কিন্তু সব শৈলশহরই যে আপনার মন কাড়বে, তা নাও হতে পারে। তবে ভারতে এমন বেশ কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, যা পোস্টকার্ডে আঁকা ছবির মতো সুন্দর। অল্প খরচে গরমের ছুটি কাটাতে চাইলে যেতে পারেন এই ৩ পাহাড়ি গ্রামে। শহরের কোলাহল থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে মনের শান্তি খুঁজতে গ্রামের পরিবেশে কাটিয়ে আসুন কিছুদিন। কোথায় যাবেন? রইলো তারই ঠিকানা।
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড (Summer Travel Destinations)
পিথোরাগড় জেলার কুমায়ন অঞ্চলে অবস্থিত মুন্সিয়ারি (Summer Travel Destinations)। এই গ্রামের হোটেলে বসে দেখা যায় পঞ্চচুল্লি, নন্দাকোট, নন্দাদেবীর মতো শৃঙ্গ। প্রায় সাড়ে ন’হাজার ফিট উচ্চতায় অবস্থিত কালামুনি টপ পাস পেরিয়ে পৌঁছতে হয় মুন্সিয়ারি। পথে পড়বে বিরথি জলপ্রপাত। শীতকালে যেমন এই গ্রাম ঢেকে থাকে বরফে, তেমনই গ্রীষ্মকালে আবহাওয়া খুবই মনোরোম থাকে। বরফ গলে যায় এবং সবুজ ঘাস মাথা চাড়া দিয়ে ওঠে। ট্রেকিং, ক্যাম্পিং, বনফায়ারের জন্য বেছে নিতে পারেন মুন্সিয়ারিকে।

মাওলিনং গ্রাম, মেঘালয় (Summer Travel Destinations)
গরমের ছুটিতে যদি উত্তর-পূর্ব হিমালয় বেড়াতে যেতে চান, মেঘালয়কে বেছে নিতে পারেন (Summer Travel Destinations)। আর আইটিনারিতে রাখতে পারেন মাওলিনং গ্রামকে। পাহাড়, জঙ্গল, জলপ্রপাত নিয়ে গঠিত মেঘালয়। আর এর মধ্যেই লুকিয়ে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনং। শিলং থেকে প্রায় ১০০ কিলোমিটারের পথ মাওলিনং। খাসি পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামকে ‘ঈশ্বরের নিজস্ব উদ্যান’ও বলা হয়। মেঘালয়ের জনপ্রিয় লিভিং রুট ব্রিজ রয়েছে এই গ্রামেই। গ্রামের মধ্যে রয়েছে বাঁশের তৈরি ডাস্টবিনও। কোথাও একচুল আবর্জনা খুঁজে পাবেন না। এমন সবুজে মোড়া গ্রামে একরাত থাকতেই হবে।

আরও পড়ুন: North Sikkim: উত্তর সিকিমে পর্যটনে ছাড়, তবে শর্তসাপেক্ষে— সময় মেনে না চললে বিপদ!
নাকো, হিমাচল প্রদেশ
স্পিতি ভ্যালির আইটিনারিতে থাকে নাকো ভিলেজ। ৩,৬৬৩ মিটার উচ্চতায় অবস্থিত নাকো। ছোট্ট হ্রদকে ঘিরে গড়ে উঠেছে গ্রাম। গুটি কয়েক মানুষের বাস। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানো। হিমাচলের কোল্ড ডেজ়ার্টেরই অংশ এই নাকো। কাছেই রয়েছে ভারত-চিন সীমান্ত। এই পাহাড়ি গ্রামে নাকো লেক ছাড়া ঘুরে দেখতে পারেন নাকো মনাস্ট্রি। কাজ়া থেকে নাকোর দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। রেকং পিও থেকেও নাকো যেতে পারেন। সময় লাগবে প্রায় আড়াই ঘণ্টা।
