Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : টিভির পর্দা ধারাবাহিক গুলিতে বেশিরভাগ সময়ই সংসারের কাহিনী তুলে ধরা হয়। তবে এবার আসছে একদম আলাদা স্বাদের গল্প (Ayan Ghosh)। সান বাংলায় (Sun Bangla) আসছে ‘রূপমতী ‘। ধারাবাহিকটি রূপকথার প্রেক্ষাপটে। এই ধারাবাহিকে রাজকুমার চরিত্রে দেখা যাবে আয়ান ঘোষকে (Ayan Ghosh)। তবে প্রথমে দর্শক আয়ানকে চিনেছিল ‘ ডায়মন্ডদিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে। তিনি ধারাবাহিক ও তাঁর অভিনয় সম্পর্কে নানা অজানা কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
কেমন লুকে ধরা দেবেন? (Ayan Ghosh)
‘রূপমতী ‘ ধারাবাহিকের রাজকুমারীর চরিত্রে থাকছেন জয়িতা সান্যাল (Joyeeta Sanyal)। যিনি পার্শ্ব চরিত্রে বেশিরভাগ অভিনয় করেন। তবে ‘ রূপমতী’ ধারাবাহিকে তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে। বিপরীতে রাজকুমার চরিত্রে অভিনয় করবেন আয়ান ঘোষ (Ayaann Ghoshh)। যদিও ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমোতে রূপমতীর লুক সামনে এসেছে। রাজকুমারের লুক প্রকাশ্যে আসেনি।
কাজের প্রতি ভালোবাসা
প্রথমেই আসা যাক অভিনেতা আয়ান ঘোষের (Ayan Ghosh) কাজের চাপ কেমন? উত্তরে অভিনেতা জানান,” কাজের প্রেসার থাকলেও কাজকে প্রেসার বলে মনে করি না। কাজ করতে ভালবাসি । ” অর্থাৎ পুজোর আগে অভিনেতা অভিনেত্রীদের একটু কাজের চাপ থাকে। নানা রকম শুট, ভিডিও প্রভৃতি থাকে। অভিনেতা আয়ানের হাতে কাজ আছে, চেষ্টা করছেন আরও ভালো কাজ করার। আর রূপমতীর ধারাবাহিকটি যেহেতু রূপকথার গল্প তাই অভিনেতা মনে করেন, কল্পনাকে রিয়ালিটিতে পরিণত করতে হবে। আর সেই দিক থেকে দর্শককে সে গল্প বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কাহিনীর লেখক , ডিরেক্টরের সাথে আলোচনা ,কিভাবে সাজানো হবে, সবকিছু ঠিকঠাক ভেবে নিয়েই তবে কাজ চলছে।

আরও পড়ুন: Vijay-Rashmika: গোপনে বাগদান সেরেছেন বিজয়-রশ্মিকা! বিয়ে কবে?
নিজেকে তৈরি (Ayan Ghosh)
‘ ডায়মন্ডদিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে অভিনয় করার পর রূপমতী ধারাবাহিকে অভিনেতা আয়ানকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। মাঝে কিছু মাস অভিনেতা অন্য কাজে ব্যস্ত ছিলেন। এই সময় কী তিনি কোনও ওয়ার্কশপ করেছেন ? উত্তরে অভিনেতা বলেন ,”নিজের অভিনয় আরও কিভাবে বেটার করা যায় তার জন্য ওয়ার্কশপ করেছি। তাছাড়া এই ধারাবাহিকের অভিনয়ের জন্য নিজের লুক ,ভয়েস সাথে অভিনয় সবকিছু আরও ভালো করতে পারি সে চেষ্টা করেছি ।” অর্থাৎ অভিনেতা যাতে দর্শকের সামনে আরও নিজেকে ভালো ভাবে তুলে ধরতে পারেন ,তার ওপর জোর দিয়েছেন । সাথে প্রচুর ঘুরে বেরিয়েছেন,যাতে মনকে ফ্রি রাখতে পারেন কারণ মন ফ্রি থাকলেই কাজের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া যায়, বলে মনে করেন অভিনেতা।
মিস করা
অভিনেতা আয়ান ঘোষ (Ayan Ghosh) আরও একটি বিষয় সামনে আনেন। তিনি বলেন,” এই দুই ধারাবাহিকের মাঝে সময়টা আমি দর্শককে খুব মিস করেছি । দর্শক যতটা না মিস করেছেন ,তার চেয়ে বেশি মিস করেছি আমি নিজেই।” আসলে অভিনেতা মনে করেন ধারাবাহিকে যুক্তর সময় অনেকেই বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন, যেমন ‘তোমার অভিনয়টা আরেকটু ভালো হত’, আবার কেউ কেউ বলেন,’ দাদা তোমার অভিনয় ভালো লাগছে ‘,আর এই সমস্ত কমেন্ট কাজের এনার্জিকে ১০ গুণ বাড়িয়ে দেয়, বলে মনে করেন অভিনেতা আয়ান ঘোষ (Ayan Ghosh)।