ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সূর্য (Sun Transit) বর্তমানে আছে মীন রাশিতে। মীন ত্যাগ করে আগামী ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মে পর্যন্ত মীন রাশিতেই থাকবে সূর্য। রাশিচক্রের প্রথম রাশি মেষে সূর্যের অবস্থান বিশেষ লাভজনক হতে চলেছে তিন রাশির জাতকদের জন্য। সূর্যের এনার্জি এই বিশ্ব সংসারের মূল চালিকা শক্তি। জ্যোতিষ অনুসারেও সূর্যের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এক একটি রাশিতে সূর্য মোটামুটি এক মাস অবস্থান করে। সেই হিসেবে রাশিচক্রের ১২ রাশি একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের পুরো এক বছর সময় লাগে। এই সূর্যের গোচরের প্রভাবে ভাগ্য বদলাতে চলেছে কাদের জেনে নিন।
কর্কট রাশি (Sun Transit)
মেষ রাশিতে সূর্যের (Sun Transit) গোচর দারুণ লাভজনক হবে কর্কট রাশির জাতকদের জন্য। কর্কট রাশির দশম ঘর অর্থাৎ কর্মের ঘরে গোচর করবে সূর্য। এর ফলে কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়বে কর্কট রাশির জাতকদের। ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং আটকে থাকা কাজ সফল ভাবে সম্পূর্ণ করতে পারবেন। সাংসারিক জীবনে আনন্দ থাকবে। দাম্পত্য সম্পর্কেও মাধুর্য বজায় থাকবে। সমাজে আপনার সম্মান বাড়বে এবং সরকারি কাজে সাফল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (Sun Transit)
এপ্রিল মাসে সূর্যের (Sun Transit) রাশি পরিবর্তন দারুণ শুভ হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের জন্য। কুম্ভ রাশির তৃতীয় ঘরে গোচর করবে সূর্য। চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এই সময়টা লাভজনক হবে। সরকারি চাকরি পেতে পারেন অথবা কোনও সরকারি কাজে সাফল্য পেতে পারেন। সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। নিজের জীবনে আগামী মাসে বেশ কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন আপনি।

আরও পড়ুন: Lucky Zodiacs: চৈত্র কৃষ্ণা ষষ্ঠী তিথিতে ভাগ্য খুলবে কোন রাশির
মিথুন রাশি
এপ্রিলে সূর্য মেষ রাশিতে এলে তা লাভজনক হবে মিথুন রাশির জাতকদের জন্য। মিথুন রাশির একাদশ ঘরে গোচর করবে সূর্য। এর ফলে জীবনের সব ক্ষেত্রেই উন্নতি করার সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা। কেরিয়ারে উন্নতি করতে পারবেন। বিদেশ ভ্রমণের যোগ আছে। ব্যবসাতেও বড় মুনাফা করার সুযোগ পাবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং মনেও শান্তি বজায় থাকবে। আগামী মাসে কোনও সুখবর পেতে পারেন।
