ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমস্ত জল্পনা অবসান, বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছেন সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী (Sundarbans Fisherman)। সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে এদেশে আটক ১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে। তারপরই বাংলার সমস্ত মৎস্যজীবীকে মুক্ত করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার।
অবশেষে মুক্তি পেতে চলেছেন বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী (Sundarbans Fisherman)। গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বাংলাদেশের আদালতে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর (Sundarbans Fisherman) বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী যে মামলা করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে তাঁদের মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। মৎস্যজীবীদের ৬টি ট্রলারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধছেন ৯৫ জন মৎস্যজীবীর পরিবার।
বাংলাদেশী জলসীমা লঙ্ঘন করার অভিযোগে গত অক্টোবর মাসে প্রথমে গ্রেফতার হন ৩১ জন মৎসজীবী। তারও কিছুদিন পরে ৪৮ জন মৎসজীবীকে (Sundarbans Fisherman) গ্রেফতার করেছিল বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী। নভেম্বরে গ্রেফতার করা হয় ১৬ জনকে। বাংলাদেশের মোংলা ও কলাপাড়া থানায় মামলা দায়ের হয়। প্রায় ৩ মাস ধরে পটুয়াখালি ও মোংলা জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। খবর পেয়ে মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে ওই মৎস্যজীবীদের (Sundarbans Fisherman) পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-news-at-bahngar-areas-saukat-molla-comments-about/
ভারতীয় মৎস্যজীবীদের (Sundarbans Fisherman) ফিরিয়ে আনতে কেন্দ্রকে চিঠি পাঠিয়ে আবেদন জানান মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার কাকদ্বীপের বিডিও এবং কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার মহকুমা সংশোধনাগার থেকে, ১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়। এরপরেই গত বৃহস্পতিবার, ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর (Sundarbans Fisherman) বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাদের ৬টি ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/indian-land-recovered-by-bsf-from-people-of-bangladesh/
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে খুশি মৎস্যজীবীদের পরিবার। ঘরের ছেলে ফিরবে ঘরে, এই আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীদের (Sundarbans Fisherman) পরিবার-পরিজন।
ভারতে আটকে থাকা আরও ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও (Sundarbans Fisherman) স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।