Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড সুপারস্টার সুনীল শেট্টি (Suniel Shetty), তাঁর জীবনে হঠাৎ বদল। দেখে অবাক বিটাউন। সুনীল শেট্টি সারাদিন যা করছেন, সত্যিই অবাক করার মতই বিষয়। একদিকে কাজের চাপ তো অপর দিকে পরিবারকে সময় দেওয়া। দুদিক কীভাবে ব্যালেন্স করছেন অভিনেতা? সারাদিন কোন কাজে সময় কাটাচ্ছেন তিনি? দাদু ঠাকুমার কাছে খুশির ভাণ্ডার মানে নাতি নাতনি , সেটা বলার অপেক্ষা রাখে না। দাদু ঠাকুমার মন ভালো রাখার ওষুধ নাতি নাতনিরা। সে সাধারণ মানুষ হোক কিংবা তারকা। তার প্রমাণ পাওয়া গেল বলিউড অভিনেতা সুনীল শেট্টিকে (Suniel Shetty) দেখে। তিনি যা করলেন তাঁর নাতনির জন্য, দেখে অবাক অনুরাগীরা। তিনি নাকি নাতনির জন্য তাঁর বাঁধা ধরা ছক জীবন ভেঙে ফেলেছেন! অভিনেতা কী করলেন তাঁর নাতনির জন্য? নাতনির জন্য কী কী পরিবর্তন আনলেন জীবনে?
জীবন বড় বদল (Suniel Shetty)
কয়েক মাস আগে অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty) দাদু হয়েছেন। মেয়ে আথিয়া এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর নাতনিকে পাওয়ার পর সুনীল শেট্টি (Suniel Shetty) নিজের জীবনে আমূল পরিবর্তন এনেছেন। সারাদিনই তিনি নাতনিকে নিয়ে ব্যস্ত। এমনকি নাতনিকে সময় দেবার জন্য তিনি নিজের জীবনধারার বিভিন্ন সময়সূচী যেমন , ওয়ার্ক আউট বদলে ফেলেছেন। শোনা যাচ্ছে, তিনি সারাদিন নাতনিকে সময় দেন। ডেইলি রুটিনেও পরিবর্তন এনেছেন।
দাদুর কর্তব্য পালন (Suniel Shetty)
বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেতা (Suniel Shetty) নাতনি ছাড়া একদম থাকতে পারেন না। সারাদিনে বারবার ফোন করেন মেয়েকে, আর না হলে মেয়ের বাড়ি চলে যান। সকাল সাড়ে ছটার মধ্যেই সব কাজ শেষ করার চেষ্টা করেন, যাতে সারাদিন দাদুর কর্তব্য পালন করতে পারেন।
আরও পড়ুন: Shyamoupti Mudly: জামাইষষ্ঠীতে বিপদে খেয়ালি, বাঁচাতে পাশে শ্যামৌপ্তি! কী করবেন?
সারাজীবন খেলতে চান
অভিনেতার কথা থেকে আরও জানা যায়, তিনি ওয়ার্কআউটে ক্ষেত্রেও অনেক পরিবর্তন এনেছেন। তিনি ভারী ওজন তোলার চেষ্টা করছেন, যাতে তিনি সবসময় নিজের নাতনিকে কোলে রাখতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেন যে, তাঁর ইচ্ছা তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন যেন নাতনির সঙ্গে খেলা করতে পারেন। বয়স বাড়ার সাথে সাথে যেন শরীর দুর্বল না হয়ে আসে।
আরও পড়ুন: Salman Khan: ভক্তদের ভালোবাসায় বিপদে সলমন, বন্দি ভাইজান!
চোখের আড়াল করতে চান না
অভিনেতার কাছে এখন নাতনি সব। তিনি একরত্তিকে এক মুহূর্তের জন্য চোখে আড়াল করতে চান না। সর্বক্ষণ তার সাথে সময় কাটাতে এবং তার সাথে খেলতে চান। আর নাতি নাতনি যে দাদু দিদার জীবনে কতটা প্রভাব ফেলে বা তাঁদেরকে কতটা আনন্দ দিতে পারে তার প্রমাণ অভিনেতা সুনীল শেট্টিকে দেখেই স্পষ্ট।