ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরে (Suniel Shetty) জঙ্গি হামলার (terror attack) পর মানুষ এখন ভয়ে তটস্থ। ভ্রমণ প্রিয় মানুষ কাশ্মীরকে পছন্দের তালিকায় রাখতেন। এখন কাশ্মীরে যাওয়ার জন্য অন্তত হলেও দুবার ভাববেন। অথচ কাশ্মীরের সেভাবে অন্য কোনও ইন্ডাস্ট্রি নেই। পর্যটন মূল ব্যবসা। কাশ্মীরের এবার কী হবে? কাশ্মীরের মানুষগুলো কোথায় যাবে? তবে কি বন্ধ হয়ে যাবে রুটিরুজি? এই বিষয়টা নিয়ে ভাবছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার (Bollywood Superstar) সুনীল শেট্টি (Suniel Shetty)। তিনি এবার জঙ্গি হামলায় ভয় না পাওয়ার আহ্বান জানালেন। কী বললেন তিনি?
নির্ভীক হওয়ার বার্তা (Suniel Shetty)
যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, সেক্ষেত্রে কাশ্মীরের (Suniel Shetty) নাম শুনলে ভয়ে আঁতকে উঠছে অনেকের মন। এমত পরিস্থিতিতে, সুনীল শেট্টি ভারতবাসীদের নির্ভীক হওয়ার কথা বললেন। তাঁর মতে, কাশ্মীরে ঘুরতে যাওয়া উচিত।
ভ্রমণ প্রেমীদের স্বপ্নভঙ্গ (Suniel Shetty)
আসলে কাশ্মীর এমন এক স্থান, যেখানে যাওয়ার স্বপ্ন (Suniel Shetty) দেখেন অনেক ভারতীয়। কিন্তু সেই স্বপ্নভঙ্গ হয়েছে অনেকের। নেপথ্যে শুধুমাত্র সন্ত্রাসীদের জঘন্য হামলা। ইতিমধ্যেই বহু মানুষ কাশ্মীরে তাদের ট্যুর ক্যান্সেল করেছেন। যারা কাশ্মীরে গিয়েছিলেন তারা এখন বাড়ি ফিরতে ব্যস্ত। গোটা দেশজুড়ে যখন একটা থমথমে আবহ, তার মাঝেই সুনীল শেট্টি বললেন, কাশ্মীরে ছুটি কাটাতে যাওয়া উচিত। তিনি নিজেও আগামী ছুটিতে কাশ্মীরে যেতে চান। এভাবেই জঙ্গিদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।
‘কাশ্মীর বয়কট সমাধান নয়’
সুনীল শেট্টির কথায়, “আমাদের প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে , আগামী ছুটিতে আমরা কাশ্মীরে যাব। জঙ্গিদের দেখাতে হবে, আমাদের ভয় দেখানো এত সহজ নয়। আমরা কোনও কিছুতেই ভয় পাব না। কাশ্মীর বয়কট করা কোনও সমাধান নয়।” সুনীল শেট্টিকে এই কথাগুলো বলতে শোনা গিয়েছে লতা দিনানাথ মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানের ফাঁকে।
আরও পড়ুন: Clove: সব সময় লবঙ্গ খাওয়ার অভ্যাস? ক্ষতি নয়, বরং উপকারই হচ্ছে
ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে
সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিনেতা বলেন, “এই সময় ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরদিকে যারা ভয় এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে, সেদিকে কর্ণপাত করলে হবে না। উপরন্তু সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদেরকে দেখিয়ে দিতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।” অভিনেতাকে আরও বলতে শোনা যায়, তিনি নিজেই নাকি কর্তৃপক্ষকে ফোন করে জানিয়েছেন, যদি মনে হয় আগামী দিনে কাশ্মীরে যাওয়া উচিত সেটা ছুটি কাটাতে হোক কিংবা শুটিং করতে, তাহলে তিনি অবশ্যই কাশ্মীরে যাবেন। জঙ্গিদের ভয়ে কিছুতেই পিছিয়ে আসবেন না। এখন সুনীল শেট্টি ব্যস্ত তাঁর ‘হেরা ফেরি ৩’ ছবি নিয়ে।