ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুনিতা উইলিয়ামসদের(Sunita Williams)পৃথিবীতে ফিরে আসার বিষয়ে বিরাট আপডেট নাসার(NASA)। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরের পৃথিবীতে ফিরে আসার পথ পরিষ্কার হয়ে গেল। আবহাওয়া ভালো থাকলে আগামী সপ্তাহে আটকে পড়া দুই মহাকাশচারীকে ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করানো হবে।
ন’মাস ধরে মহাকাশে আটকে সুনীতা এবং তাঁর সঙ্গী(Sunita Williams)
ক্রিউ-১০ মহাকাশযানটিকে পাঠানো হয়েছে ফ্যালকন ৯ রকেটে। শনিবার ভোরে (ভারতীয় সময়) ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে নেমেছে। গোটা প্রক্রিয়া নিরাপদে হয়েছে বলেই খবর নাসা সূত্রে।
ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগবে এক ঘণ্টা। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস(Sunita Williams) এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এই মহাকাশযান। গত ন’মাস ধরে তাঁরা মহাকাশে আটকে আছেন।
ক্রিউ-১০-এ মহাকাশে গিয়েছেন আরও ৪ নভশ্চর(Sunita Williams)
স্পেসএক্সের ক্রিউ-১০-এ মহাকাশে গিয়েছেন আরও চার নভশ্চর। তাঁদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনীতারা(Sunita Williams) তাঁদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন। নাসা সূত্রে খবর, গন্তব্যে পৌঁছে গেলেই মহাকাশযানের দরজা খুলে যায় না। আগে নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষানিরীক্ষা করতে হয়। তার জন্য ঘণ্টাখানেক সময় লাগছে। সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রিউ-১০-এর দরজাটি খোলার কথা। তার পরেই বেরিয়ে আসবেন ওই চার জন। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।
আরও পড়ুন: Iran Law: অ্যাপের মাধ্যমে নজরদারি, হিজাব না পরলেই পুলিশের কাছে নোটিফিকেশন!
আগামী সপ্তাহেই পৃথিবীতে ফিরবেন সুনীতা এবং তাঁর সঙ্গী
সুনীতা এবং বুচ গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। মহাকাশে পাড়ি দেওয়ার আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। তাঁদের আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়েছে। তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।
আরও পড়ুন: Trump and Reporter: সাংবাদিক সম্মেলনে রিপোর্টারের ভুল, মুখে মাইকের আঘাতে বিরক্ত ট্রাম্প