ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর (Sunita Williams) ২৯৬ দিন পর পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশে তাঁদের ৯ মাসের এই সফর ছিল অপ্রত্যাশিতভাবে দীর্ঘ। এই সময়কালে, মহাকাশে তাঁদের শারীরিক পরিবর্তন এবং জীবনযাপন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে, যা পৃথিবীতে তাঁদের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
ভারতীয় সংস্কৃতির গভীর যোগ (Sunita Williams)
সুনীতার আত্মীয় ফাল্গুনি পাণ্ডে জানিয়েছেন, সুনীতার সঙ্গে ভারতীয় সংস্কৃতির গভীর যোগ (Sunita Williams) রয়েছে। মহাকাশে থাকাকালীন সুনীতার সঙ্গে একটি গণেশ মূর্তিও ছিল। সুনীতার প্রত্যাবর্তনের পর, তাঁর পরিবারের পক্ষ থেকে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। সুনীতার বোন আরও জানিয়েছেন যে, সুনীতা স্পেস স্টেশনে গণেশ মূর্তি রাখার ছবিও দেখিয়েছিলেন।
কেমন আছেন সুনীতা? (Sunita Williams)
সুনীতা ভারতীয় খাবার খুব পছন্দ করেন এবং তাঁর ফিরে আসার পর তাঁরা সবাই একসঙ্গে ভারত ভ্রমণের (Sunita Williams) পরিকল্পনা করছেন। বুধবার ভোরে সুনীতা এবং তাঁর সহকর্মীরা স্পেসএক্সের বিশেষ যানে করে সফলভাবে পৃথিবীতে অবতরণ করেন। এই দীর্ঘ ৯ মাসে, মহাকাশে তাঁদের শরীরের পরিবর্তনের ছবি প্রকাশ পেয়েছে এবং পৃথিবীতে ফিরে আসার পর তাঁদের সুস্থতা নিয়েও উদ্বেগ রয়েছে।
আরও পড়ুন: Sunita Williams Return: ‘কথা রেখেছি’ সুনীতাকে পৃথিবীতে ফিরিয়ে আনার কৃতিত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প
মহিলা মহাকাশচারী হিসেবে একাধিক রেকর্ড
সুনীতার বাবা গুজরাটের বাসিন্দা হলেও, সুনীতা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই পড়াশোনা করেছেন। নৌসেনায় কাজের অভিজ্ঞতা থাকা সুনীতা মহিলা মহাকাশচারী হিসেবে একাধিক রেকর্ড গড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনীতাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁর সুস্থতার জন্য ভারতবাসীর প্রার্থনার কথা জানিয়েছেন।’

খুশি গ্রামবাসীরা
সুনীতার পৈতৃক গ্রাম গুজরাটের ঝুলাসান, যেখানে তাঁর প্রত্যাবর্তনের আনন্দে সারারাত ধরে বিশেষ পুজো এবং যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সুনীতার বিশেষ যানের সফল অবতরণের পর, গ্রামবাসী বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করেছেন এবং বুধবার সারাদিন দীপাবলীর উৎসব পালনের পরিকল্পনা করেছেন।