ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাসা ঘোষণা করেছে, সুনীতা উইলিয়ামস (Sunita Williams Return Date) এবং বুচ উইলমোরকে নিয়ে আসার জন্য ক্রিউ-১০ মহাকাশযানের উৎক্ষেপণের তারিখ এগিয়ে আনা হয়েছে। পূর্বে নির্ধারিত ২৫ মার্চের পরিবর্তে, এই মহাকাশযান ১২ মার্চ মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে। মঙ্গলবার রাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই ঘোষণা দিয়েছে।
এখনও বাকি আছে কাজ (Sunita Williams Return Date)
ক্রিউ-১০ মিশন উৎক্ষেপণের আগে কিছু কাজ (Sunita Williams Return Date) বাকি আছে বলে জানিয়েছে নাসা। তাদের জানিয়েছেন, মহাকাশযানটি প্রস্তুত রয়েছে, তবে শংসাপত্র পাওয়া বাকি রয়েছে। এজেন্সির কাছ থেকে এই শংসাপত্র ১২ মার্চের আগেই পাবার চেষ্টা চলছে।
পৃথিবীর উদ্দেশ্যে রওনা কবে? (Sunita Williams Return Date)
বর্তমানে সুনীতা ও বুচ রয়েছেন ক্রিউ-৯ (Sunita Williams Return Date) মহাকাশযানে। তাদের সঙ্গে আছেন নাসার নভশ্চর নিক হগ এবং রাশিয়ার নভশ্চর আলেকজ়ান্ডার গরবুনভ। ক্রিউ-১০ মহাকাশে পৌঁছালে, এই চার মহাকাশচারী নতুন মহাকাশযানে উঠে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন: US-Taiwan Navy Controversy: তাইওয়ান প্রণালীতে আমেরিকার রণতরী, তৎপর চিন!
থাকবে ক’জন?
ক্রিউ-১০ মহাকাশযান ফাঁকা অবস্থায় যাবে না। এতে থাকবেন আরও চার জন নভশ্চর—নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ।
আট মাস ধরে আটকে
গত বছরের জুন মাসে সুনীতা এবং বুচ মাত্র আট দিনের সফরে মহাকাশে যান। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের ফিরতে না পারায় প্রায় আট মাস ধরে তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনীতাদের ফিরিয়ে আনার বিষয়টি দেখার জন্য ইলন মাস্ককে নির্দেশ দেন।

চলছে নাসার প্রচেষ্টা
এখন নাসার কর্মকর্তারা ক্রিউ-১০ উৎক্ষেপণের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছেন। মহাকাশচারীদের নিরাপদ ফেরার জন্য নাসার প্রচেষ্টা জারি রয়েছে এবং সবার নজর এখন ১২ মার্চের দিকে।
নাসার দৃঢ় প্রতিশ্রুতি
সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ফেরার এই ঘটনায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণায় নতুন দিগন্তের সূচনা হতে পারে। তাদের সফলভাবে ফেরার পর, মহাকাশ অভিযানের ক্ষেত্রে নাসার প্রতিশ্রুতি ও দক্ষতা আরও দৃঢ় হবে। দেশের মানুষ আশা করছেন, এই মহাকাশচারীদের ফিরে আসা মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।