Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরের মেয়ে (Sunita Williams) আসতে চাইছেন ঘরে। ভারতে আসতে চান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতীয় বংশোদ্ভূত নাসার নভশ্চর। ভারতে শিকড় তাঁর। পিতা গুজরাটের সন্তান। মেহসানা জেলার ঝুলাসন গ্রামে এখনও থাকেন তাঁর আত্মীয়েরা। ভারতে আসার জন্য আগেই আমন্ত্রণ পেয়েছিলেন প্রধান মন্ত্রীর থেকে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর মহাকাশ গবেষণা দলের সঙ্গে দেখা করতেও আগ্রহী তিনি এমনটাই জানিয়েছেন।
‘ভারত আরও এগিয়ে যাক’ (Sunita Williams)
উইলিয়ামসকে (Sunita Williams) প্রশ্ন করা হয়েছিল, ভারতের মহাকাশ গবেষণায় তিনি কি সাহায্য করতে আগ্রহী? জবাবে তিনি বলেন, “অবশ্যই! আমি চাই ভারত আরও এগিয়ে যাক মহাকাশ গবেষণায়। ভারত অসাধারণ দেশ, বড় গণতন্ত্র, যে দেশ এখন মহাকাশ অভিযানে নিজেকে প্রতিষ্ঠিত অবস্থান তৈরি করতে চাইছে। আমি অবশ্যই এর অংশীদার হতে চাই।” তিনি ভারতের জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত জানিয়েছেন।
‘ভারতে প্রচুর প্রচুর রঙ’ (Sunita Williams)
মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? এই প্রশ্নের জবাবে সুনীতা (Sunita Williams) বলেন, ‘অসাধারণ, এক কথায় অসাধারণ… ভারত অসাধারণ। মহাকাশ থেকে ভারতের দৃশ্য নিয়ে সুনীতা বলেন, ‘ভারতে প্রচুর প্রচুর রঙ। যখন পূর্ব দিক থেকে এসে গুজরাট, মুম্বইয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছিল, তখন একগুচ্ছ মাছধরার নৌকা দেখা যায় সমুদ্রে। বড় বড় শহর থেকে ছোট শরের আলোর নেটওয়ার্ক দেখতে রাতে অসম্ভব সুন্দর লাগত। আর দিনের বেলায় হিমালয় দেখতে দুর্দান্ত লাগত।’
আট দিনের সফর বদলে ২৮৬
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে আট দিনের সফর বদলে যায় ২৮৬ দিনে। শেষে ভারতীয় সময় অনুসারে ১৯ মার্চ ভোরে পৃথিবীতে ফেরেন সুনীতা এবং বুচ।
অভিজ্ঞতা ভাগ করে নিতে চান
সুনীতা জানিয়েছেন, ইসরোর মহাকাশ গবেষকদের সঙ্গে দেখা করার বিষয়ে যথেষ্ট আগ্রহী তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-এ প্রায় ন’মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। মহাকাশে নিজের অভিজ্ঞতা ইসরোর দলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী বলেন, “আমা আশা, কোনও এক সময়ে (ইসরোর প্রতিনিধিদের সঙ্গে) দেখা করতে পারব এবং নিজের অভিজ্ঞতার কথা ভারতের সঙ্গে যতটা সম্ভব ভাগ করে নিতে পারব।”