ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২১ সালের একটি মামলার রায় (Supreme Court) দেওয়ার সময় এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল ‘স্তনে হাত দেওয়া বা পাজামার দড়ি ছেঁড়া, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা হিসাবে গণ্য হয় না। বরং বিষয়টিকে যৌন হেনস্থা হিসাবে নিজের পর্যবেক্ষণ পেশ করেছিল উচ্চ আদালত। বিতর্কিত সেই রায়ের বিরুদ্ধে আর্জি শুনল না সুপ্রিম কোর্ট। সোমবার মামলাকারী বা তাঁর আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন না। আবেদন খারিজ করে বেঞ্চ জানিয়েছে, এলাহাবাদ হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে করা এই মামলা তারা শুনবে না।
ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মামলা খাটে না (Supreme Court)
১১ বছরের এক কিশোরীকে হেনস্থার অভিযোগ উঠেছিল পবন এবং আকাশ নামে দু’জনের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা নির্জন কালভার্টে কিশোরীর বুকে হাত দিয়েছিলেন। তার পাজামার দড়ি খোলার চেষ্টা করেছিলেন। বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্রের বেঞ্চ জানায়, দুই অভিযুক্তের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মামলা খাটে না। তবে এটি অবশ্যই যৌন হেনস্থার ঘটনা। এই রায় নিয়ে বিতর্ক তৈরি হয় (Supreme Court)।
আরও পড়ুন: Rahul Gandhi: বিদেশেরও নাগরিক রাহুল গান্ধী? কেন্দ্রের কাছে দ্রুত রিপোর্ট চাইল আদালত
মনোনিবেশ করতে আগ্রহী নয় (Supreme Court)
সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়। তবে সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি শুনতেই অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয় ‘আদালত এতে মনোনিবেশ করতে আগ্রহী নয়।