Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকালের ম্যাচে বিপক্ষ দলের ব্যাটসম্যান আউট হওয়ার পরেও তাকে ক্রিজে ফিরিয়ে এনে সকলকের মন জিতে নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
সূর্যকুমারের প্রশংসায় নেটিজেনরা (Suryakumar Yadav)
বুধবার ভারত এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে UAE-র বিরুদ্ধে। একপেশে ম্যাচে অবলীলায় জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। ব্যাটিংয়ে ঝড় তোলেন অভিষেক শর্মা। তবে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চর্চায় ভারতীয় দলের অধিনায়ক। মাঠে তার সিদ্ধান্ত সকলের মন জয় করে নিয়েছে (Suryakumar Yadav)। কী এমন হয়েছিল গতকালের খেলায়?
টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ভারত। খেলা শুরু হলে বিপক্ষের ব্যাটিং লাইন-আপ ভাঙতে ভারতকে বেগ পেতে হয় নি। সেই সময় খেলা চলাকালীন আউট হন প্রতিপক্ষ ব্যাটার। থার্ড আম্পায়ারও তাকে আউটের সিদ্ধান্ত জানান। সেই মতো যখন তিনি ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন তাকে আবার ক্রিজে ফিরিয়ে আনেন সূর্যকুমার। আউটের আবেদন প্রত্যাহর করে নেন।

এমনটাই ঘটেছে ভারত UAE ম্যাচে। শিবম দুবের বলে আমিরশাহির ব্যাটসম্যান জুনেইদ সিদ্দিকি স্টাম্পড হন কিন্তু তাকে ফিরিয়ে আনেন ‘স্কাই’। সেই ঘটনাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রীড়াপ্রেমীরা তার এই ‘গেম স্পিরিট’ দেখে ধন্য ধন্য করছেন। স্পিরিট অফ ক্রিকেট দেওয়ার কথাও বলছেন অনেকে (Suryakumar Yadav)।

আরও পড়ুন: Stock Market: শেষ ট্রেডিংয়ে আর্থিক বৃদ্ধি, এই পাঁচ শেয়ারেই হতে পারে লক্ষীলাভ
ঘটনাটি ঘটে ১৩ তম ওভারে। বোলিং করছেন ভারতের মিডিয়াম পেসার শিবম। আর তার বলেই পরাস্ত হন জুনেইদ সিদ্দিকি। তিনি আউট হওয়ার পর আম্পায়ারকে কিছু একটা দেখাতে চাইছিলেন। কিন্তু ততক্ষণে থার্ড আম্পায়ারও তাকে আউট ঘোষণা করে দিয়েছেন। পরে বোঝা যায় শিবমের কোমরে রাখা নীল রঙের তোয়ালে মাটিতে পড়ে যায় আর তাতেই তিনি মনঃসংযোগ হারান। সেটাই তিনি জানাতে চাইছিলেন। আর সেটা বুঝতে পেরেই সূর্যকুমার মাঠে আম্পায়ারের সাথে কথা বলেন এবং নিজেদের আবেদন ফিরিয়ে নেন। যার ফলে নতুন জীবন পান UAE ব্যাটার। আর সেই ঘটনাই মন জয় করে নিয়েছে সবার। ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভরিয়েছেন সকলে।
তবে নতুন জীবন দান পেলেও সেটা কাজে লাগাতে পারেন নি জুনেইদ সিদ্দিকি। সেই ওভারেই শিবম দুবের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন UAE ব্যাটার। ভারতের সামনে তারা ৫৮ রানের লক্ষ্যমাত্রা সেট করেন। যা ভারতীয় দল অনায়াসে তুলে নেয় ও ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে (Suryakumar Yadav)।