ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজস্থান রয়্যালসের হয়ে রেকর্ড গড়ে আইপিএল কেরিয়ার শুরু করা করা বৈভব সূর্যবংশী (Suryavanshi bulldozed England U19 bowlers) ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলেন।
Northampton-এ ইংল্যান্ড U19-র বিরুদ্ধে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েও থামলেন বৈভব (Suryavanshi bulldozed England U19 bowlers)
ভারতের উঠতি ক্রিকেটার বৈভব সূর্যবংশী মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছিলেন (Suryavanshi bulldozed England U19 bowlers)। নিজেকেই যেন ক্ষমা করতে পারছিলেন না। অনেকক্ষণ পর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে এলেন। নর্থ্যাম্পটনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় যুব ওয়ানডেতে ঝড়ো সেঞ্চুরির থেকে মাত্র ১৪ রান দূরে দাঁড়িয়ে আউট হন তিনি।
ম্যাচের প্রথম ৮ ওভারে তিনি ৯টি ছয় মারেন, স্ট্রাইক রেট ছিল ২৭৭.৪১। তবুও নিজের আক্ষেপ ভুলতে পারেননি বামহাতি এই আগ্রাসী ব্যাটার। কারণ তিনি জানতেন, সেঞ্চুরিটা হাতের মুঠোয় ছিল। ১৪ বছর বয়সী এই বিস্ময় বালক আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নজর কেড়েছিলেন। এদিন তিনি মাত্র ৩১ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আগের দুই ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধেই তাঁর রান ছিল যথাক্রমে ৪৮ ও ৪৫। স্ট্রাইক রেট ছিল ২৫২ ও ১৩২। স্পষ্ট ছিল, রান তোলার কোনও সমস্যা নেই, দরকার ছিল বড় একটা ইনিংস।
ইনিংস শুরুতেই আগুন ঝরালেন বৈভব (Suryavanshi bulldozed England U19 bowlers)
২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী (Suryavanshi bulldozed England U19 bowlers) ইনিংস ওপেন করেন অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে। প্রথম তিন বলেই তিনি একটি বাউন্ডারি মারেন। দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই আরেকটি বাউন্ডারি যোগ হয়। তবে আসল ধ্বংসযজ্ঞ শুরু হয় তৃতীয় ওভার থেকে।
ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে আগুন ঝরালেন সূর্যবংশী
সেবাস্তিয়ান মর্গ্যানকে দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ইচ্ছার ইঙ্গিত দেন বৈভব। পরের ওভারে অভিজ্ঞান কুন্ডু ১২ রানে আউট হলেও বৈভবের আগ্রাসী খেলা অব্যাহত থাকে। পঞ্চম ওভারে ফের মর্গ্যানকে দুটি ছক্কা ও একটি চার মেরে চাপে রাখেন। ইংল্যান্ডের আরেক নতুন বলের বোলার জেমস মিন্টোও রেহাই পাননি। ষষ্ঠ ওভারে তিনটি ছক্কা ও একটি চার মারেন বৈভব। এই ওভারেই মাত্র ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
আরও পড়ুন: Bangladesh Batting Collapse: ৫ রানে ৭ উইকেট হারিয়ে ভরাডুবি! ৭৭ রানে হার বাংলাদেশের
রালফি আলবার্টকে আক্রমণে আনার পরও ভারতের এই তরুণ ওপেনার থামেননি। তাঁর প্রথম ওভার থেকেই আসে ১৪ রান, যার মধ্যে একটি ছিল ছক্কা। এরপর বল করতে আসেন মিডিয়াম পেসার আলেক্সান্ডার ওয়েড। ভারতের তিন নম্বর ব্যাটার বিহান মালহোত্রা ওয়েডের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে বৈভবকে স্ট্রাইক দেন।
একটি বাউন্সারেই থেমে যায় বজ্রঘাত
ওয়েডের প্রথম তিন বলে দুটি চার ও একটি ছক্কা মারেন বৈভব। এরপর একটি বাউন্সারে হুক করতে গিয়ে ঠিক মতো টাইমিং করতে পারেননি। ফলস্বরূপ, ডিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এই উইকেটটি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে স্বস্তির নিঃশ্বাস এনে দেয়। কারণ বৈভব সূর্যবংশী যদি আরও আধ ঘণ্টা উইকেটে থাকতেন, তাহলে ম্যাচের ভাগ্য কার্যত ভারতের দখলেই চলে যেত।
তাঁর ঝড়ো ইনিংস ক্রিকেটবিশ্বের নজর কাড়ল ঠিকই, কিন্তু সেঞ্চুরি না পাওয়ায় নিজের ওপরই ক্ষুব্ধ ভারতের এই বিস্ময় প্রতিভা।