Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অশান্ত নেপাল এখনো পুরোপুরি (Sushila Karki) শান্ত হয়নি। বিদ্রোহের ধিকিধিকি আগুন এখনও জ্বলছে। সোশ্যাল মিডিয়া ব্যানকে কেন্দ্র করে যে বিদ্রোহের উত্থান হয়েছিল, তার আঁচ রয়ে গেছে এখনও। ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। জ্বালিয়ে দেওয়া হয়েছে সংসদের মন্ত্রীদের ঘরবাড়ি। জ্যান্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মী চিত্রাকার। এই অবস্থায় দেশের শাসনভার হাতে তুলে নিয়েছে সেদেশের সেনা।
দুর্নীতিমুক্ত সরকার গড়তে চাইছে নেপাল (Sushila Karki)
তবে বাংলাদেশের পথে হেঁটে দুর্নীতিমুক্ত সরকার গড়তে চাইছে (Sushila Karki) নেপাল। সেই সরকারের মুখ হিসেবে অনেকেই আশা করেছিলেন বলেন শাহকে। তিনি হলেন কাঠমান্ডু কর্পোরেশনের মেয়র এবং জনপ্রিয় সংগীতশিল্পীও বটে। ফলে জেন জি দের মধ্যে তার একটা ভালো প্রভাব তো আছেই। কিন্তু এই বলেন শাহই প্রস্তাব রেখেছিলেন যাতে সুশীলা কার্কিকে এই সরকারের প্রধানের আসনে বসানো হয়।
কে এই সুশীলা কার্কি? (Sushila Karki)
সুশীলা কার্কি হলেন নেপালের প্রথম ও একমাত্র মহিলা প্রধান (Sushila Karki) বিচারপতি। ভারতের সঙ্গেও তার যোগ রয়েছে বিস্তর। তিনি তার জীবনের একটা বিশেষ অধ্যায় কাটিয়েছেন বেনারসে। বেনারসের হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি। তার মুখে শোনা গেছে ভারতের সম্পর্কে ইতিবাচক মন্তব্য ও নরেন্দ্র মোদির প্রশংসা। সূত্রের খবর, অনেক জেন জিই নাকি সুশীলা কার্কিকে সমর্থন করছে না।

আরও পড়ুন: Vice Presidents Oath Ceremony: পঞ্চদশ উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন
শপথ নেবেন সুশীলা
সেনার হাতে এখন নেপালের শাসনভার। দেশে কিভাবে দ্রুত শান্তি ফেরানো যায় সেই নিয়ে তৎপর রাষ্ট্রপতি। গতকাল মাঝ রাত পর্যন্ত দেশের স্বার্থে রাষ্ট্রপতির বাড়িতে বৈঠক চলে বলে জানা গেছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেদেশের সেনা প্রধান ও সুশীলা। আলোচনায় উঠে এসেছিল কুলমান ঘিসিংয়ের নাম। নেপালের ইলেকট্রিসিটি অথরিটি-র প্রাক্তন এক্সিকিউটিভ তিনি। তবে শেষমেশ বর্তমান অশান্ত নেপালের দায়িত্ব সামলাতে রাজি হন সুশীলা। সিলমোহর পরে তার নামে। আজ, শুক্রবারই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করতে পারেন নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।