ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : উত্তর দিনাজপুরের (North Dinajpur News) গোয়ালপোখর কাণ্ডে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলমের মৃত্যু। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত সাজ্জাক আলমের। শনিবার ভোর রাতে গোয়ালপোখরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সাজ্জাক তখনই তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ।
সাজ্জাকের এনকাউন্টার (North Dinajpur News)
এপারে পুলিশ যখন তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি করছে তখন বাংলাদেশে পালানোর পুরো প্ল্যান রেডি করে ফেলেছিল সাজ্জাক। কিন্তু, গোপন সূত্রে সেই খবর এসে গিয়েছিল পুলিশের কাছে। এরইমধ্যে গোয়ালপোখর (North Dinajpur News) থেকে ঘুরে আসেন রাজীব কুমার। সাজ্জাককে ধরতে নতুন করে ঘুঁটি সাজায় পুলিশ। শেষ পর্যন্ত সাজ্জাকের বাংলাদেশ পালানোর ছক ভেস্তে দিল পুলিশই।
বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক। তখন তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তাতে কান দেয়নি সে। এরপরও কুয়াশার সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে অভিযুক্ত। বাধ্য হয়েই চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময়ে তাঁকে আটকাতে গুলি চালায় পুলিশ। পায়ে ও পেটে গুলি তিনটি গুলি লাগে সজ্জাকের।পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী নিয়ে যায়।ঘটনাস্থলে যান রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি যান, ইসলামপুরের এসপি। এরপরই হাসপাতালের চিকিৎসকরা সজ্জাককে মৃত বলে ঘোষণা করে।
পুলিশকে গুলির পর পলাতক ছিল সজ্জাক (North Dinajpur News)
বিচারাধীন খুনের আসামি ছিলেন সাজ্জাক। গত বুধবার তাঁকে উত্তর দিনাজপুরের (North Dinajpur News) গোয়ালপোখরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আবার জেলে ফেরানোর সময়ে প্রিজন ভ্যান থেকে নেমে সাজ্জাক কর্তব্যরত দুই পুলিশকর্মীকে গুলি করে পালিয়ে যান।দুই পুলিশকর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রশ্ন ওঠে বিচারাধীন বন্দি কোথা থেকে পিস্তল পেলেন?
আরও পড়ুন : Aadhaar Card: আধার কার্ডে সমস্যা, পড়ুয়াকে ‘বাংলাদেশি তকমা’ প্রধান শিক্ষকের
ডিজির হুঁশিয়ারির পরেই অ্যাকশন
দুই পুলিশকর্মীকে দেখতে শিলিগুড়ির মাটিগাড়ায় হাসপাতালে এসেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তখনই সংবাদমাধম্যের মুখোমুখি হয়ে ডিজি রাজীব কুমার বলেন, পুলিশ এর জবাব দেবে। পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ১টা গুলি ছুড়লে পুলিশ ৪টে গুলি ছুড়বে। ২ দিনের মাথাতেই বাস্তবতা পেল ডিজির হুঁশিয়ারি।
আরও পড়ুন : Gowalpokhre Shootout: গোয়ালপোখরে শুটআউট! সরজমিনে তদন্তে রাজীব কুমার
আব্দুলের খোঁজে পুলিশ
পুলিশকে গুলি করে সজ্জাককে পালাতে সহযোগিতা করেছিল আব্দুল হোসেন নাম এক বাংলাদেশি দুষ্কৃতী। জানা গেছে, জেল লক আপে তার হাতে বন্দুক পৌঁছে দিয়েছিল আব্দুল হোসেনই। তিনিই সাজ্জাককে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। আব্দুলের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।