ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্ত মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের। আদালতের নির্দেশ, সেখানে কোনও বক্তব্য রাখতে পারবেন না বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। কোনও মিছিল বা জমায়েত করা যাবে না। শুধুমাত্র আক্রান্ত পরিবারদের সঙ্গে দেখা করতে পারবেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে স্থানীয় একজন যেতে পারবেন। বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা সঙ্গে থাকবেন। যাওয়ার ২৪ ঘন্টা আগে স্থানীয় এসপিকে জানাতে হবে দিনক্ষণ।
‘অশান্ত’ মুর্শিদাবাদ (Suvendu Adhikari)
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্ত ধুলিয়ান, শামসেরগঞ্জ সহ মুর্শিদাবাদে বিস্তীর্ণ এলাকা। বহু মানুষ ঘরছাড়া ও আক্রান্ত। অশান্তিপ্রবণ এলাকায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতে তিনি দাবি করেন, পুলিশের কাছে অনুমতি চাইলেও পুলিশ তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। তাই তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। বুধবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আবেদনের সেই মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে।
শুনানিতে বিরোধী দলনেতার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে বলেন, সিপিআইএম, কংগ্রেস সহ সব দলের প্রতিনিধিরা ধুলিয়ান সহ মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় গিয়েছে এবং সেখানকার আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেছে। বিরোধী দলনেতাকেও সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
বিচারপতি সৌমেন সেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবীর উদ্দেশ্যে বলেন, উনি তো যেতেই পারেন। উনি রাজ্যের বিরোধী দলনেতা। ওঁর সব জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে। আদালতের অনুমতির কী প্রয়োজন? তার উত্তরে শুভেন্দুর আইনজীবী আদালতে জানান, এর আগে অনেক জায়গায় যেতে চাইলে বিরোধী দলনেতাকে আটকানো হয়েছে। পুলিশ অনুমতি দেয়নি। সন্দেশখালির ক্ষেত্রেও তাঁকে আটকানো হয়েছিল। সবক্ষেত্রেই আদালতের অনুমতি নিয়ে যেতে হয়েছে।
পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে দাবি করেন, বিরোধী দলনেতার পদ কোনও সাংবিধানিক পদ নয়। তাই তাঁকে বিশেষ ছাড় দেওয়া হবে কেন! উনাকে যাওয়ার অনুমতি দিলে উনি শর্ত ভাঙেন। প্রচুর মানুষ তাঁর সঙ্গে থাকেন।
রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করে শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবী বলেন, বিরোধী দলনেতার পদ একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। আর একটি ক্ষেত্রেও বিরোধী দলনেতা আদালতের কোনও শর্ত ভাঙেননি। তাই তাঁকে মুর্শিদাবাদে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হোক।