ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করার ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। নির্মমভাবে গুলি করে জঙ্গিরা হত্যা করেছে ২৬ জন নিরীহ হিন্দু পর্যটকদের। রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। হাহাকার নেমে এসেছে একের পর এক পরিবারে। এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।বিধানসভার গেটে পাকিস্তান বিরোধী স্লোগানও দেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।পাকিস্তান বিরোধী স্লোগান তুলতে গিয়েই যত বিপত্তি!
‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান শুভেন্দুর ! (Suvendu Adhikari)
পহেলগাঁওয়ে হিন্দুদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দেশজুড়ে উত্তেজনার আবহ। এই ঘটনার প্রেক্ষিতে রাজনীতির পারদ চড়িয়েছে বঙ্গ বিজেপি। হিন্দুদের উপর হওয়া এই হামলার কড়া প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কাশ্মীরে নিহত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে দেখা করে শুভেন্দু জানান, এই ঘটনার বিচার হবেই।
এরপর বৃহস্পতিবার বিধানসভা চত্বরে পাকিস্তানের পতাকা পোড়ান তিনি। অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে বলেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন। এবার ২৬-এর বদলে ২৬০টা মুণ্ড চাই।” পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধং দেহি মনোভাবে বলেন, “গাজার মতোই ধুলিসাৎ করতে হবে পাকিস্তানকে।” সঙ্গে গর্জে ওঠে ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান।তবে বিতর্ক বাধে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শেয়ার করা এক ভিডিও ঘিরে। ভিডিওতে স্পষ্ট শোনা যায়, স্লোগানের মাঝে শুভেন্দু অধিকারী আচমকাই বলে ফেলেন “হিন্দুস্তান মুর্দাবাদ”! সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা)
আরও পড়ুন : WB Weather News: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কলকাতায় চলবে গরমের অস্বস্তি!
কুণালের ব্যঙ্গ (Suvendu Adhikari)
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের গুলির ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বঙ্গ বিজেপি।এরই মধ্যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আচমকাই বলে ফেলা “হিন্দুস্তান মুর্দাবাদ”! স্লোগানকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ (Kunal Ghosh)। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে কুণাল ব্যঙ্গ করে লেখেন, “এই সেরেছে! গুলিয়ে লাট।” নেটিজেনরাও শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি।