ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের (Suvendu Adhikari) কর্মিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার বিজেপি-ঘনিষ্ঠ এবং ইচ্ছাকৃতভাবে তাকে এই পদে বসানো হয়েছে।
মমতার মন্তব্যের প্রতিবাদ! (Suvendu Adhikari)
মমতার এই মন্তব্যের প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন এবং জনগণের মধ্যে ভোটপ্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
নিরপেক্ষ সিদ্ধান্ত
শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, জ্ঞানেশ কুমারের নিয়োগ সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় হয়েছে। নতুন আইন অনুযায়ী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে এই নিয়োগ করা হয়েছে। এছাড়াও, বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতেও জ্ঞানেশ কুমার এই পদ পাওয়ার যোগ্য ছিলেন।
আরও পড়ুন: Mamata Banerjee: ভোটার তালিকায় কারচুপি, প্রমাণও আছে: মমতা
শুভেন্দু আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এর সিদ্ধান্তগুলি সম্পূর্ণ নিরপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য সংবিধানবিরোধী এবং কমিশনের মর্যাদাকে ক্ষুণ্ন করার চেষ্টা।
মমতার অমূলক অভিযোগ!
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ও মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপির অভিযোগও তুলেছেন। শুভেন্দু এই অভিযোগগুলিকে অমূলক বলে উল্লেখ করেন এবং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য জনমনে অহেতুক উদ্বেগ সৃষ্টি করছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হচ্ছে।