Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। প্রচুর ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি শুটিংয়ের কাজে ছিলেন তিনি। কাজের মাঝে হঠাৎ প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রযোজনা সংস্থা ও সহ অভিনেতা অভিনেত্রীরা তাঁকে সাহায্য করে। ঠিক কী হয় স্বস্তিকার? তিনি কী বললেন তাঁর অসুস্থতা নিয়ে?
লড়াই করে চলেছেন (Swastika Dutta)
স্বস্তিকা দত্ত (Swastika Dutta) তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে জানান, চোখের কর্নিয়া আঘাত পেয়েছে তাঁর। তিনি কর্নিয়া ড্যামেজ এর মত সমস্যার সঙ্গে লড়াই করে চলেছেন। কীভাবে এমনটা হল তা তিনি জানেন না। তিনি মনে করেন দুনিয়ার সব থেকে বড় সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি।
কীভাবে ঘটলো অঘটন? (Swastika Dutta)
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel) ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে (Swastika Dutta)। জানা গিয়েছে, সদ্য উত্তরবঙ্গ থেকে শুটিং করে এসেছিলেন তিনি। তবে ছবির কিছুটা অংশ শুটিং চলছিল কলকাতায়। এর মধ্যে এমন বিপত্তি ঘটে গেল। শোনা গিয়েছে, শুটিংয়ের সময় চোখে লেন্স পরতে গিয়ে আঘাত পেয়েছে। সেই সময় চোখ থেকে জল পড়ছিল অভিনেত্রীর। প্রথম ভেবে নেওয়া হয়েছিল, চোখে কিছু পড়েছে, তাই চোখ থেকে জল পড়ছে। তবে শোনা গিয়েছে, তাঁর চোখের কর্নিয়ার উপরিভাগ আঘাত লেগেছে।

আরও পড়ুন: Ramayana: দেবতা-অসুরের যুদ্ধে কাঁপবে মাটি, হলিউডি কায়দায় আসছে ‘রামায়ণ’ !
সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
উইন্ডোজ প্রোডাকশন হাউসের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলেন স্বস্তিকা। শুটিং এর মাঝেই প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর চোখে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রীতিমত যন্ত্রণায় কাতর অভিনেত্রী। অভিনেত্রীকে সাহায্য করার জন্য সহ অভিনেতা অভিনেত্রীদের এগিয়ে আসেন। অভিনেত্রীকে সাহায্য করার জন্য, স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ধন্যবাদ জানিয়েছেন তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের। স্বস্তিকা দত্তর (Swastika Dutta) অসুস্থতার কথা মাথায় রেখেই শুটিংয়ের সময় ঠিক করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সঠিক ভাবে শুটিংয়ের কাজ চালিয়ে যেতে চান অভিনেত্রী, সেকথাও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন: Dadamoni: বোনেদের নিরাপত্তায় দাদার আত্মত্যাগ, ফাঁস ‘দাদামণি’র গল্প
কারা আছেন অভিনয়ে?
উইন্ডোজ প্রোডাকশনের নতুন হরর ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ (Bhanupriya Bhooter Hotel)। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা।