ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ায় (Tollywood ) গুঞ্জন শোনা যাচ্ছিল যে, জি বাংলায় (Zee Bangla) রানী ভবানী (Rani Bhabani) হবেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সেই নিয়ে চারিদিকে খবরও হয়। এমনকি স্বস্তিকার লুক নিয়েও আলোচনা চলে। তবে এই খবরটা একেবারেই ভুয়ো? তাহলে কে হচ্ছেন জি বাংলার রানী ভবানী? তবে কি সত্যিই ছোট পর্দায় ফিরছেন না স্বস্তিকা দত্ত?
জোর টক্কর (Swastika Dutta)
রানী ভবানীকে কেন্দ্র করে দুই চ্যানেলে চলছে জোর টক্কর। একদিকে স্টার জলসা, তো অপরদিকে জি বাংলা। বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, জি বাংলায় রানী ভবানী হবেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তারপর এও গুঞ্জন ওঠে যে , ওই জায়গায় দেখা যেতে পারে সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)। যদিও এখনও পর্যন্ত সে খবরে সিলমোহর পড়েনি। তবে এটা ঠিক যে স্বস্তিকা দত্ত, জি বাংলায় রানী ভবানী হচ্ছে না। অপরদিকে স্টার জলসার পক্ষ থেকে প্রকাশ হয়েছে প্রোমো, রানী ভবানীর চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে (Rajnandini Pal)।
অপেক্ষায় স্বস্তিকার অনুরাগীরা (Swastika Dutta)
এখন অনুরাগীদের মনে একটাই প্রশ্ন। স্বস্তিকা (Swastika Dutta) কবে পর্দায় ফিরছেন? কারণ স্বস্তিকার অনুরাগীরা অপেক্ষা করছেন, অভিনেত্রীকে ছোট পর্দার দেখার জন্য। কবে হবে সেই অপেক্ষার অবসান? আপাতত অভিনেত্রীর তরফ থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে ফিরবেন অভিনেত্রী। কোন কাজ নিয়ে ফিরবেন কিংবা সেটা ছোট পর্দায়, নাকি বড় পর্দায়, তা জানা যায়নি। তবে বিগত বেশ কয়েক বছর ধরে স্বস্তিকাকে ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন। সিরিজে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়।
আরও পড়ুন: Aamir Khan: চমকাচ্ছে আমিরের ভাগ্য, হবেন দাদাসাহেব ফালকে! কবে আসছেন পর্দায়?
মহীয়সী নারী চরিত্র
আপাতত দুই চ্যানেলের মধ্যে রানী ভবানী চরিত্র নিয়ে চলছে জোর লড়াই। কোন চ্যানেলের ভবানী ফুটিয়ে তুলতে পারবে ‘রানী ভবানীর’ রূপ কে? কোন চ্যানেল মহীয়সী ‘ ভবানী ‘ চরিত্রে দর্শকের মন জয় করবে? হাজারো প্রশ্ন দানা বাঁধছে দর্শকদের মনে। এই রানী ভবানী চরিত্রে কোন অভিনেত্রীকে জি বাংলায় দেখা যাবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে।
আরও পড়ুন: Debolina Dutta: দাপুটে মহিলা দেবলীনা, হাতের মুঠোয় রাখতে চান সবাইকে! লুকিয়ে কোন টুইস্ট?
বড় সিক্রেট
স্টার জলসার পক্ষ থেকে রানী ভবানীর রূপ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে জি বাংলা তরফ থেকে কে হবেন ভবানী, তা এখনও প্রকাশ্যে আসেনি। দর্শক কাকে ভবানীর নজর কাড়া রূপে দেখতে পাবে তা আপাতত সিক্রেট। প্রসঙ্গত বলা যায়, জি বাংলা ও স্টার জলসায় এমনটা নতুন নয়। আগেও একই নামে ও একই গল্প নিয়ে আসতে দেখা গেছে একসাথে। তখনও দর্শকের ভালোবাসার খামতি ছিল না । যদিও আগে কাদম্বিনী গল্পে স্টার জলসা এগিয়েছিল। তবে দর্শকরা অপেক্ষায় রয়েছেন, জি বাংলা রানী ভবানীর প্রোমোর জন্য। কাকে ভবানী রূপে দেখা যাবে, এখন সেটাই দেখার।