ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ, ১৯ জানুয়ারি, পরিণতি পেতে (Sweta-Rubel Marriage) চলেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাসের সম্পর্ক। দীর্ঘদিনের প্রেমের পর আজ, রবিবার, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই টলি জুটি। প্রজাপতি ঋষির আশীর্বাদ নিয়ে সাত পাক ঘুরবেন শ্বেতা এবং রুবেল, এমনটাই জানা গেছে। তাই বিয়ের সাজে সেজে উঠেছে গোটা টলিপাড়া। সকলের মনেই এখন লেগেছে অনুষ্ঠানের হাওয়া। আশা করা যায়, নিম ফুলের মধু ও কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালগুলোর গোটা টিমই উপস্থিত থাকবে আজ রুবেল ও শ্বেতার বিয়েতে।
বিয়ের প্রস্তুতি (Sweta-Rubel Marriage)
বিয়ের প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে। কিছুদিন আগেই শ্বেতা ও রুবেলের (Sweta–Rubel Marriage) আইবুড়ো ভাত খাবার ছবি সামনে এসেছিল। গোলাপি রঙের সিল্কের শাড়িতে অপরূপ সুন্দর লাগছিলো অভিনেত্রীকে। ফুলের সাজে সেজেছিলেন তিনি। মুখে ছিল তার স্নিগ্ধ হাসি। আর এরপর ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা দাসের মেহেন্দির ছবি। শ্বেতা ভট্টাচার্য এই বিশেষ মুহূর্তে সবুজ শাড়ি পরেছেন। তার হাত ভোরে উঠেছে মেহেন্দিতে। তার সঙ্গে শ্বেতার পরনে রয়েছে সোনালি পাড়ের চওড়া ট্রাডিশনাল শাড়ি এবং পুরনো ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলের সোনার গয়না। মেহেন্দির সময় শ্বেতার হাতে আঁকা হয়েছিল বর-কনের ছবি, যা বেশ মনোমুগ্ধকর।
নেটপাড়ায় উত্তেজনা (Sweta-Rubel Marriage)
এই ছবিটি নেটপাড়ায় উঠে আসতেই তার ভক্তরা একে একে কমেন্ট (Sweta-Rubel Marriage) করতে শুরু করেছেন।
এক নেটিজেন প্রশ্ন করেছেন, “আপনার হাতে আঁকা বরের ছবিটা কি রুবেলের?” আরেকজন শুভেচ্ছা জানিয়েছেন, “নতুন জীবনের শুভেচ্ছা, বিবাহিত জীবন আনন্দে ভরে উঠুক।” অনেকেই আবার মেহেন্দির সময় শ্বেতার হাস্যোজ্জ্বল মুখ দেখে মন্তব্য করেছেন, “ভীষণই মিষ্টি দেখাচ্ছে।”
প্রেমের শুরু (Sweta-Rubel Marriage)
শ্বেতা এবং রুবেলের প্রেমের শুরু ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের(Sweta-Rubel Marriage) সেট থেকে। সেখানে একে অপরকে ভালোবাসার অনুভূতি থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। সময়ের সঙ্গে, সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে আজ। দীর্ঘদিনের ভালোবাসার পরিণতি হিসেবে আজ এই বিশেষ দিনটি এসে পৌঁছেছে, এবং শ্বেতা-রুবেল তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

আরও পড়ুন: Nilanjanaa Senguptaa: শেষ দিনেও পাশে নেই যীশু, মনখারাপ নীলাঞ্জনার?
কাদের নিমন্ত্রণ?
এদিন, শ্বেতা এবং রুবেলের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং কাছের সহকর্মীরা উপস্থিত থাকবেন। তাদের বিবাহিত জীবন সুখী এবং সফল হোক, এই কামনায় করছে ভক্তরা। এছাড়াও বিয়ের ছবি এবং ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।
শ্বেতার ব্রাইডাল লুক
মেরুণ রঙের বেনারসী শাড়িতে অনবদ্য লাগছিল শ্বেতাকে। কপালে সাদা-লালের মিশেলে কলকা, ঠোঁটে গাঢ় লিপিষ্টিক আর সেই মিষ্টি হাসি, সাবেকি বাঙালি কনের সাজে সেজেছিলেন তিনি। গলাতেও পরেছিলেন রজনীগন্ধা-গোলাপের মালা।

বিয়ের খাওয়া-দাওয়া
খাবারের কাউন্টারে চোখ রাখলে দেখা যায় সেখানে ফিস রোল, মাশালা কুলচা, চিকেন ভর্তা, দেরাদুন রাইস, মোগলাই ডাল, ভেটকি পাতুরি, কাশ্মীরি পোলাও, মটন লাহরীর মতো একাধিক সুস্বাদু খাবারের আয়োজন ছিল। বলাবাহুল্য যেখানে আজকাল প্রায় সকলেই ছুটছেন পাশ্চাত্য ধারার পেছনে, সেখানে শ্বেতা-রুবেলের বিয়েতে আগাগোড়া ছিল বাঙালি ধারার ছোঁয়া।