ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়ির রুটি খেতে (Swiggy) আর ভাল লাগছে না? একটু রোল, বিরিয়ানি বা কেক খাওয়ার ইচ্ছে হচ্ছে? কিন্তু অনলাইনে খাবার অর্ডার করলেই খরচ হয় ৩০০-৪০০ টাকা, যা মাসের শেষে বাজেটের কাঁটা। তবে স্বস্তির খবর হল, এবার আর বাইরের খাবারের স্বাদ নিতে গিয়ে পকেট খালি হবে না। কারণ, সুইগি এনেছে মাত্র ৯৯ টাকায় এক জনের খাবার পরিষেবা।
যা ইচ্ছা খেতে পারবেন (Swiggy)
এই নতুন অফারটি মূলত এক জনের খাবার (Swiggy) কেন্দ্রিক। খাবারের দাম যেমন কম, তেমনি পছন্দেরও কোনও সীমা নেই। রোল, বিরিয়ানি, ধোসা, বার্গার, কেক, পিৎজা, নুডলস থেকে শুরু করে মোমো পর্যন্ত যা ইচ্ছা খেতে পারবেন, সেটাও মাত্র ৯৯ টাকায়। নতুন প্রজন্ম, বিশেষ করে কলেজ পড়ুয়া বা সিঙ্গল প্রফেশনালদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করেছে সুইগি।
‘ইকো-সেভ’ প্যাকেজিং (Swiggy)
বর্তমানে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, পুণে, আহমেদাবাদ, হায়দরাবাদ (Swiggy), চেন্নাই, লখনউ, ভোপাল, তিরুপতি, মাইসোর, লুধিয়ানা সহ দেশের মোট ১৭৫টি শহরে চালু হয়েছে এই পরিষেবা। শীঘ্রই আরও শহরেও এটি শুরু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। তবে শুধু সস্তা খাবারই নয়, পরিবেশ-সচেতনতার দিকেও নজর দিচ্ছে সুইগি। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ইকো-সেভ’ প্যাকেজিংয়ের মাধ্যমে পরিবেশবান্ধবভাবে খাবার পৌঁছে দেওয়া হবে। এর ফলে প্লাস্টিক ব্যবহার হ্রাস পাবে এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবও কমবে।

আরও পড়ুন: Brahmin: ভক্তির পথ কি জাত-পাত দেখে ঠিক হয়?
রেস্তোরাঁ ও ডেলিভারি পার্টনারদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে সুইগি এই পরিষেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লক্ষ্য একটাই কম খরচে মানসম্পন্ন ও সুস্বাদু খাবার পৌঁছে দেওয়া সাধারণ মানুষের ঘরে। বাড়িতে একা থাকলে, রান্নার ইচ্ছে না থাকলে কিংবা হঠাৎ বন্ধু এলে, এই অফার নিঃসন্দেহে উপকারে আসবে। কারণ, ৯৯ টাকায় আজকাল রাস্তার ধারের খাবারও অনেক সময় পেট ভরায় না। সেখানে বাড়িতে বসেই অ্যাপে অর্ডার করে বাইরের খাবারের স্বাদ পাওয়া, তাও এই দামে তা যেন স্বপ্নের মতোই।