ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজয়কে (Vijay Varma) নাকি ভুলতেই পারছেন না তমন্না (Tamannaah-Vijay)! তাই প্রাক্তনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এক জন্মদিন পার্টিতে (Birthday party) তামান্নাকে (Tamannaah Bhatia) দেখা গেল একটু অন্যরকম লুকে। যে লুকে রয়েছে বিজয়ের ছাপ। এমনটাই বলছে অভিনেত্রীর বহু অনুরাগী।
সম্পর্ক ভাঙার কারণ (Tamannaah-Vijay)
প্রায় দু’বছরের সম্পর্ক ছিল (Tamannaah-Vijay)। তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মাকে একসাথে দেখে অনেকেই বলতেন বলিউডের ‘পাওয়ার কাপল’। দু’জনকে একসাথে বেশ মানাত। তমন্নার সব সময় খেয়াল রাখতেন বিজয়। শুধু তাই নয়, তামান্নার ব্যাগ বিজয়কে বহন করতে দেখা গিয়েছে। সেই ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু তারপর হঠাৎই শোনা যায়, এই চর্চিত জুটির বিচ্ছেদ হয়েছে। যার মূলে রয়েছে তামান্নার বিয়ের পরিকল্পনা। গুঞ্জন ওঠে, তামান্না বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বিজয় প্রস্তুত ছিলেন না। আর তাই সম্পর্কে ভাঙন ধরে। যদিও এই বিচ্ছেদ নিয়ে দু’জনে প্রকাশ্যে মন্তব্য করেননি।
বিজয়ের পোশাক পরে পার্টিতে তমন্না! (Tamannaah-Vijay)
তামান্না এবং বিজয়ের সম্পর্ক থেকে শুরু করে বিচ্ছেদ, এসব নিয়ে চর্চার মাঝেই সম্প্রতি এক অনুষ্ঠানের তামান্নার সাজ দেখে অবাক অনুরাগীরা (Tamannaah-Vijay)। অনেকেই নানান প্রশ্ন তুলেছেন। গত রবিবার রাতেই রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির (Rasha Thadani) জন্মদিনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। আর তার উপরে ছিল সাদা কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় ঝলমলে হীরের হার। এই ছবির সঙ্গে এই অনুরাগীরা মিলিয়ে দেন পুরনো একটি ছবি। যে ছবিতে ঠিক একই রকমের জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয়কে।
আরও পড়ুন: Sourav Ganguly: জিতের অ্যাকশন দেখে ঘাবড়ে গেলেন সৌরভ! তবে কি অভিনয়ে এসে ভুল করলেন?
প্রাক্তনকে ভুলতে পারছেন না অভিনেত্রী!
অনুরাগীরা প্রশ্ন তোলেন, সেই জ্যাকেট পরেই কি তাহলে তামামন্না জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন? তাছাড়া এই প্রাক্তন জুটি অনুরাগীদের বেশ প্রিয়। গুঞ্জন বলছে, তমন্না এখনও বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না। তাই জন্মদিনের অনুষ্ঠানে বিজয়ের কোট পরে চলে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Adrija Roy: মুম্বাইতে কাজ করেও মিলল না টাকা! মারাত্মক প্রতারণার ফাঁদে অদ্রিজা
প্রেমে ছন্দপতন
এই মুহূর্তে তামান্নার কেরিয়ার বেশ ঊর্ধ্বমুখী। ‘আজ কি রাত’ এর সাফল্যের পরেই প্রেম ভেঙেছে তাঁর। অপরদিকে বিজয়ের কাজের অভাব নেই। তবে বিচ্ছেদ মানেই যে মুখ দেখা দেখি বন্ধ, এমনটা কিন্তু একেবারেই হয়নি। শোনা গিয়েছিল, খুব শীঘ্রই চার হাতে এক হবে। ২০২৫ সালেই তাঁরা বিয়ে করবেন। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছিলেন তামান্না এবং বিজয়। তারপরেই ঘটল ছন্দপতন। আলাদা হল দু’জনের পথ। সম্পর্ক ভাঙলেও এই প্রাক্তন জুটি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখার কথা বলেছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এখনও একে অপরকে ফলো করেন। এছাড়াও সম্প্রতি হোলির পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে প্রেম কেন ভাঙল, সে তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।