ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচে তামিমকে(Tamim Iqbal) পাবে বলে বিসিবি আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল।
এবার সিদ্ধান্ত বদল করলেন না তামিম (Tamim Iqbal)
২০২৩ সালে প্রথমবার অবসর নিয়েছিলেন তামিম(Tamim Iqbal)। তারপর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে খেলা না ছাড়ার অনুরোধ করেছিলেন। যে কারণে সিদ্ধান্ত বদল করেছিলেন তামিম। এবং ২৪ ঘণ্টার মধ্যে ফিরে আসেন সিদ্ধান্ত থেকে। এ বারেও তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা না ছাড়া্র অনুরোধ করেছিল। আশরাফ হোসেনের কমিটি তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য অনুরোধ করেছে বহুবার। কিন্তু রাজি হননি তামিম(Tamim Iqbal)। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও অনুরোধ করেছিলেন তাঁকে অবসর না নিতে। কিন্তু জানা যায় সিদ্ধান্ত বদল করেননি তামিম।
তামিমের ক্রিকেট ক্যারিয়ার (Tamim Iqbal)
বাংলাদেশের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন তামিম(Tamim Iqbal)। দেশকে নেতৃত্বও দিয়েছেন। ৭০টি টেস্ট, ২৪৩টি এক দিনের ক্রিকেট এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে ৩৮৭ ম্যাচ আর ১৫ হাজার ৪২৯ রান নিয়ে শেষ হলো তামিমের ক্রিকেট ক্যারিয়ার। দেশের হয়ে তিনি শেষ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ম্যাচে। কিন্তু তারপর থেকে আর দলে সুযোগ পাননি তেমনভাবে। জানা যায় মূলত সাকিবের সঙ্গেই সমস্যা ছিল তামিমের(Tamim Iqbal)। ২০২৩ বিশ্বকাপ দলেও জায়গা পাননি তামিম। তামিমের নেতৃত্বে ২০২৪ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তামিম।
আরও পড়ুন:KL Rahul Future: কেএল রাহুলের ছুটি বাতিল করল বিসিসিআই, খেলতে হবে ইংল্যান্ড সিরিজ
সমাজমাধ্যমে কী লিখলেন তামিম?
সমাজমাধ্যমে তামিম লেখেন, “অনেক দিন ধরেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। সেই দূরত্ব রয়েই যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রা শেষ। অনেক দিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমি আবার আলোচনার কেন্দ্রে আসতে চাই না। তাতে দলের সমস্যা হতে পারে। সেটা আমি চাই না। অধিনায়ক শান্ত আমাকে দলে ফিরতে বলেছিল। নির্বাচকদের সঙ্গেও আলোচনা হয়েছিল। এখনও আমাকে দলে নেওয়ার কথা তারা ভাবছে জেনে ভাল লাগল। কিন্তু আমি হৃদয়ের কথাই শুনলাম।”
ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন
অনেক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। তিনি বলেন, “আমি চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম, কারণ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই না। অনেকে বলছেন আমি নাকি সিদ্ধান্ত পরিষ্কার করে জানাইনি। কিন্তু বার্ষিক চুক্তিতে নেই এমন ক্রিকেটারের কথা কেউ ভাববে কেন? আমি তো এক বছর আগে নিজের ইচ্ছায় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছি। তার পরেও আমাকে নিয়ে ভাবে অযৌক্তিক। এক জন পেশাদার ক্রিকেটার খেলবে না কি খেলবে না, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি নিজেকে ভাবার সময় দিয়েছি। এখন মনে হচ্ছে সময় এসে গিয়েছে।”
ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে কী বললেন তামিম?
ফেসবুক পোস্টে তামিম আরও লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল; যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’