Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় (Tannishtha Chatterjee) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যা দেখে সকলের মন ভারাক্রান্ত । তিনি জানিয়েছেন, মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি নিজেই। স্টেজ ৪ অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়েছে অভিনেত্রীর। এর আগে অভিনেত্রী বাবাকে ক্যান্সারে হারিয়েছেন। আজও সেই যন্ত্রণা তাঁকে তাড়া করে বেড়ায়। তবু সেই কষ্টের গল্প নয়, তানিশা শেয়ার করেছেন, ভালবাসা ,সাহস ও শক্তির এক অনন্য বার্তা।
মন ছুঁতে পারেনি (Tannishtha Chatterjee)
তন্নিষ্ঠার কথায় জীবন থেমে যায়, আর থামবেও না। ক্যান্সার তাঁর শরীরে বাসা বাঁধলেও ,তাঁর মন ছুঁতে পারেনি। তিনি প্রতিদিন লড়েছেন ভালোবাসার মানুষদের জন্য , নিজের জন্য। তন্নিষ্ঠা আরও বলেন, তাঁর বন্ধুবান্ধব, পরিবার সর্বক্ষণ তাঁর পাশে ছিল। অভিনেত্রীর মার বয়স প্রায় ৭০ বছর আর ছোট মেয়ে , যার বয়স মাত্র ৯ বছর। মা ও মেয়ে তাঁকে সর্বক্ষণ সঙ্গ দিয়ে গেছে, ভালবাসা দিয়ে গেছে। অভিনেত্রী তন্নিষ্ঠা (Tannishtha) জানিয়েছেন, তাঁর মা ও মেয়ে তাঁর উপরই নির্ভরশীল ,তা সত্বেও মা ও মেয়ে তাঁকে সর্বক্ষণ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন।

পাশে থাকার আশ্বাস
অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের (Tannishtha Chatterjee ) এই সাহসী পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর মানসিক শক্তির প্রশংসা করেছেন। বহু অনুরাগী তাঁকে কমেন্ট করে সমর্থন করেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মন সারিয়ে তোলা
অভিনেত্রী তন্নিষ্ঠা (Tannishtha Chatterjee) জানান, চিকিৎসা চলেছে নিয়মিত, শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি মানসিক দিক দিয়ে কখনও ভেঙে পড়েননি, বরং প্রতিদিন তানিশাকে শক্তি দিয়েছে তাঁর পরিবার , বন্ধু বান্ধব ও সহকর্মীরা। অভিনেত্রীর মতে, “ভালোবাসা শুধু রোগ সারায় না , মনও সারিয়ে তোলে।”
ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন
অভিনেত্রী তন্নিষ্ঠার (Tannishtha) এই বার্তা সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অসুস্থতার মধ্যেও কিভাবে মনোবলকে ধরে রেখে জীবনকে ভালবাসতে হয়, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। অভিনেত্রীর এই সাহস হাজারো ক্যান্সারে আক্রান্ত মানুষদের মনবল যেন অনেকটাই বাড়িয়ে দিল। অভিনেত্রী তাঁর জীবনের কঠিন সময় গুলো হাসতে হাসতে পার করেছেন। শুধুমাত্র তাঁর পরিবার, তাঁর সহকর্মী আর বন্ধু-বান্ধবদের ভালোবাসা তানিশাকে নতুন করে বাঁচতে শেখার সাহস জুগিয়েছে। অভিনেত্রীর এই মানবিক বার্তা প্রমাণ করে, জীবনে যত বড় বিপদ আসুক না কেন , ভালোবাসা আর মানসিক শক্তি, সবচেয়ে বেশি বড় (Tannishtha Chatterjee)।