ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খুব শীঘ্রই শেষ হচ্ছে বুলেট সরোজিনী। এই ধারাবাহিককে খল চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে (Tanusree Goswami)। এবার ‘ফুলকি’ ধারাবাহিকে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগেও বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয় , তিনি একজন খুব ভালো মনের মানুষ। সোশ্যাল মিডিয়াতেও তিনি অ্যাকটিভ। তাঁর বিভিন্ন ছোট ছোট ভিডিও, নাচ অনুরাগীদের সাথে শেয়ার করে নেন। প্রথম দিন ফুলকি ধারাবাহিকের সেটে কেমন লাগলো অভিনেত্রীর? সবাই কী নতুন? ট্রাইব টিভির সাক্ষাৎকারে আরও অনেক কথাই শেয়ার করে নিলেন তনুশ্রী গোস্বামী (Tanusree Goswami)। জানা গেল অভিনেত্রীর নানা অজানা কথা। দর্শকদের উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?
কেমন চরিত্রে দেখা যাবে? (Tanusree Goswami)
জি বাংলার (Zee Bangla) এক অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। ‘নিম ফুলের মধুতে’ ললিতা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘ললিতা’ চরিত্রটি ভীষণ পছন্দ ছিল দর্শকের। তবে ফুলকির সেটে তাঁর নতুন লাগছে না একটুও। কারণ এর আগেও ফুলকি ধারাবাহিকে অভিনীত শিল্পীদের সাথে তাঁর আলাপ রয়েছে। তাছাড়া জি বাংলার সাথে আগেও অনেক কাজ করেছেন তিনি বলে জানান। তনুশ্রী গোস্বামী (Tanusree Goswami) বলেন, “জি বাংলাতে কিছুদিন আগেই কাজ করেছি। আবারও সুযোগ পেয়েছি। একটা পজিটিভ চরিত্র যা একটু অন্যরকম। লুকটাও ভীষণ কমফোর্টেবল।”
ভুলতে না পারা (Tanusree Goswami)
আসলে বিভিন্ন ধারাবাহিকের চরিত্রগুলি বিভিন্ন ধরনের হয় (Tanusree Goswami)। আর ফুলকিতে তনুশ্রীকে দেখা যাবে বেশ অন্যরকম চরিত্রে। বলা যেতে পারে হালকা মেকআপ, সাদামাঠা চেহারায় ধরা দেবেন তিনি। তবে চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু জানাননি অভিনেত্রী। অভিনেত্রী আজও ‘নিম ফুলের মধু’ ধারাবাহিককে মিস করেন। তিনি বলেন, “দর্শক নিম ফুলের মধুতে ললিতা চরিত্রে প্রচুর ভালোবাসা দিয়েছেন।” তাঁর মতে, এখান থেকেই তিনি জীবনের সেরা মানুষের সঙ্গ, ভালো সম্পর্ক, কাজ সবটাই পেয়েছেন।
আরও পড়ুন: Aamir Khan: ছবি নিয়ে চরম মিথ্যে কথা, করজোড়ে ক্ষমা চাইলেন আমির!
ভালো বন্ধুত্ব
সোশ্যাল মিডিয়াতে প্রায় সময়ই তাঁদের তিন বন্ধুর ভিডিও চোখে পড়ে। অর্থাৎ মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) ,অরিজিতা মুখার্জি ( Arijita Mukhopadhyay) ও তনুশ্রী গোস্বামী (Tanusree Goswami)। তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। অভিনেত্রী তনুশ্রী খুব অ্যাকটিভ থাকতে পছন্দ করেন। অর্থাৎ বোরিং বা এক ঘেয়ে জীবন কাটাতে তিনি পছন্দ করেন না। শুটিং না থাকলেও বৃষ্টির দিনে তাঁর বেরোতে খুব ভালো লাগে। রান্না করতেও তিনি ভালবাসেন। তবে তাঁর সবচেয়ে পছন্দের বিষয় হল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। আর সেটা একাই যেতেই বেশি ভালো লাগে তাঁর।
আরও পড়ুন: Payel De: বড় স্বপ্নপূরণ পায়েলের, মহালয়ার ভোরে আসছেন নতুন রূপে
অনুরাগীদের উদ্দেশ্যে কী বললেন?
তনুশ্রীর ভিডিও দেখতে পছন্দ করেন দর্শক। সোশ্যাল মিডিয়াতে তাঁর রিলস, নাচের ভিডিও দেখতে ভালোবাসেন অনুরাগীরা। দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী তনুশ্রী বলেন, “দর্শক তাঁর ভিডিওতে ভালোবাসা দিয়ে এসেছেন প্রথম থেকে। তাই চেষ্টা করব, সবাইকে মনোরঞ্জন দেবার। আর যদি কিছু ভুল হয়ে যায় তবে অবশ্যই শাসন করবেন । কিন্তু খারাপ ভাবে করবেন না।”