ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশের পরই বাজারদরে রাশ টানতে ময়দানে নামল টাস্ক ফোর্স। শুক্রবার সকাল থেকে শহরের একাধিক বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাজারমূল্য নিয়ন্ত্রণে তৎপর নবান্নও। শুক্রবার দুপুরেই টাস্ক ফোর্সের (Task force) সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
আকাশছোঁয়া বাজারদর, আলু কিংবা কাঁচা বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে আমজনতার। অগ্নিমূল্য বাজার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীও (Mamata Banerjee)। তারপরই ফের অভিযান শুরু টাস্ক ফোর্সের। শুক্রবার সকালে কলকাতার একাধিক বাজারে যান টাস্ক ফোর্সের (Task force) আধিকারিকরা। ঘুরে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: Awas Yojana: আবাস যোজনার নামে প্রতারণার ফাঁদ! ফোন করে টাকা চাওয়ার অভিযোগ
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত ভিন্রাজ্যে আলু রফতানি না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে প্রশাসনিক কর্তাদের একাংশের উপর দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি করা হয়েছে? নজরদারি কোথায় ছিল? তা নিয়ে উষ্মাও প্রকাশ করেন।
আরও পড়ুন: TMC: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! মন্ত্রীর কার্যালয় দখল নিল অনুব্রত-অনুচর
শুধু আলুই নয়, পেঁয়াজ রফতানি নিয়েও উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বাংলা এখনও পেঁয়াজে ‘স্বনির্ভর’ নয়। ভিনরাজ্য থেকে এখনও পেঁয়াজ আমদানি করতে হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে পেঁয়াজ চাষ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার মধ্যেও কেন অর্ধেক ভিনরাজ্যে রফতানি হয়ে যাবে? তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সকে নজরদারি আরও বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি। তারপরই শুক্রবার সকাল থেকে শহরের একাধিক কাঁচা সব্জির বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা।